নিজস্ব প্রতিবেদন: করোনা মুক্ত হওয়ার পরও কিছু স্থায়ী জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ আসছে। ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণার আগেই দাবি করা হয়েছিল, করোনা সংক্রমণ জটিল হলে তা মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি হৃদরোগ, স্মৃতিভ্রমের মতোও সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন-ভারতে বিপুল সম্পত্তির মালিক; সন্দেহ হাওয়ালা যোগেরও, সল্টলেকে হানকে জেরা STF-র
সম্প্রতি ব্রিটেন প্রকাশিত হয়েছে অন্য একটি গবেষণার ফল। সেখানে দাবি করা হয়েছে, করোনা সংক্রমণের আগে ও পরে মস্তিষ্কের স্ক্যান করে দেখা গিয়েছে করোনা সংক্রণের ফলে মস্তিষ্কের গ্রে ম্যাটারের ক্ষতি করছে।
উল্লেখ্য, বিভিন্ন তথ্য মস্তিষ্কের এই গ্রে ম্যাটারেই প্রসেস করা হয়। তার ফলেই মানুষের বিভিন্ন কাজকর্ম সহ অনুভূতি, স্মৃতি, আবেগ নিয়ন্ত্রিত হয়। ফলে তা স্নায়ুতন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন-বিচারপতি পক্ষপাতদুষ্ট, নন্দীগ্রাম-মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি মমতার আইনজীবীর
ব্রিটেনে মানুষের চিকিত্সা সংক্রান্ত তথ্য মজুত রাখে UK Biobank(UKB)। করোনা সংক্রমণ শুরুর আগে এই সংস্থা ৪০ হাজার মানুষের মস্তিষ্কের স্ক্যান পরীক্ষা করেছিল। এদের মধ্যে যাদের করোনা সংক্রমণ হয়েছিল তাদের মস্তিষ্কের পরীক্ষা করা হয় সংক্রমণের পরেও। এরকম মোট ৭৮২ করোনা আক্রান্তের উপর পরীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে, অধিকাংশের গ্রে ম্যাটারের ক্ষতি হয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-18 17:09:54
Source link
Leave a Reply