হাইলাইটস
- করোনাভাইরাস (Coronavirus) অতিমারির প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও দেখভালের জন্য নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।
- নির্দেশিকায় করোনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ক্ষেত্রে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র (Govt issues guidelines) ।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, উপসর্গহীন এবং মৃদু উপসর্গ (mild cases of infection) কোভিড (Covid) আক্রান্ত শিশুদের জন্য স্টেরয়েড ক্ষতিকারক। তবে, কেবলমাত্র গুরুতর ও অতি গুরুতর রোগীদের হাসপাতালে স্টেরয়েড দেওয়া যেতে পারে। স্টেরয়েড কেলমাত্র সঠিক সময়ে, সঠিক ডোজ এবং সঠিক সময়কালের জন্য ব্যবহার করা উচিত। শিশুদের হাসপাতালের বাইরে স্টেরয়েড নেওয়া অবশ্যই এড়াতে হবে। জরুরি ব্যবহারের ওষুধ রেমডেসেভিয়ার (Remdesivir) শিশুদের জন্য ব্যবহার না করার নির্দেশিকা জারি করেছে সরকার।
নির্দেশিকায় (Govt issues guidelines) উপসর্গহীন Covid আক্রান্ত শিশুদের জন্য কোনও নির্দিষ্ট ওষুধ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়নি। তবে মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলার মতো সাধারণ নিয়ম মেনে চলতে বলা হয়েছে। শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে মৃদু উপসর্গ থাকা শিশুদের জ্বর ও গলায় ব্যথা হলে প্রতি ৪-৬ ঘণ্টা অন্তর প্যারাসিটামল দেওয়া যেতে পারে। একটু বড় বয়স অথাৎ কিশোর-কিশোরীদের ক্ষেত্রে কাশি হলে উষ্ণ নুন জলে গার্গল করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় (Govt issues guidelines) আরও বলা হয়েছে, গুরুতর সংক্রমণের ক্ষেত্রে অবিলম্বে অক্সিজেন থেরাপি শুরু করা উচিত। যদি তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তবে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ১২ বছরের বেশি বয়সের কিশোর-কিশোরীদের ৬ মিনিট হাঁটারও সুপারিশ করা হয়েছে ওই নির্দেশিকায়। আঙুলে অক্সিমিটার লাগিয়ে টানা ৬ মিনিট হাঁটাতে হবে। ৬ মিনিট হাঁটার পর অক্সিজেন মাত্রা দেখতে হবে বলে বলা হয়েছে নির্দেশিকায়। নির্দেশিকায় কোভিড ১৮ বছরের কম বয়সিদের ফুসফুসের সংক্রমণের পরিমাণ এবং প্রকৃতি দেখার জন্য এইচআরসিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে সচেতন করা হয়েছে, বুকের এইচআরসিটি (HRCT) স্ক্যান থেকে প্রাপ্ত কোনও অতিরিক্ত তথ্য চিকিত্সার ক্ষেত্রে খুব সামান্যই প্রভাব ফেলে। সুতরাং এই বিষয়ে চিকিৎসকদের ভেবে সিদ্ধান্ত নিতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, করোনা (Corona) একটি ভাইরাল সংক্রমণ। এই রোগীর চিকিত্সায় অ্যান্টিমাইক্রোবায়ালের (antimicrobials) কোনও ভূমিকা নেই। উপসর্গহীন ও মৃদু উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবায়াল (antimicrobials) থেরাপি বা প্রফিল্যাক্সিসের (prophylaxis) জন্য সুপারিশ করা হয়নি।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-10 14:51:01
Source link
Leave a Reply