নিজস্ব প্রতিবেদন: গতকাল ৬৩ দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের (Covid Update) সংখ্যা কমেছে লাখের নিচে। কিন্তু আজ প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৫৯৬ (Covid Update) । যা গতকালের তুলনায় সামান্য বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন। বিশেষজ্ঞদের মতে কাটতে চলেছে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ, ক্লান্ত ভারতবর্ষ। তবে মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই। মৃতের সংখ্যাও গতকালের তুলনায় সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু (Death toll) হয়েছে ২ হাজার ২১৯ জনের। দেশে করোনায় আক্রান্ত (Covid Update) হয়ে মোট মৃতের সংখ্যা(Death toll) গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ০৬৯।
India reports 92,596 new #COVID19 cases, 1,62,664 discharges, and 2219 deaths in the last 24 hours, as per Union Health Ministry.
Total cases: 2,90,89,069
Total discharges: 2,75,04,126
Death toll: 3,53,528
Active cases: 12,31,415Total vaccination: 23,90,58,360 pic.twitter.com/m13IcoPRqe
— ANI (@ANI) June 9, 2021
এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। গত কালের তুলনায় অনেকটাই কম। মোট সুস্থ (Total discharge) হয়েছেন ২ কোটি ৭৫ লক্ষ ০৪ হাজার ১২৬ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ০৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন (discharge) ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন।
37,01,93,563 samples tested for #COVID19 up to 8th June 2021 of which 19,85,967 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/R0zMgPop4k
— ANI (@ANI) June 9, 2021
এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন। এত দিনে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩৭ কোটি ১ লক্ষ ৯৩ হাজার ৫৬৩ জনের। যার মধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৮৫ হাজার ৯৬৭ জনের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-09 10:18:17
Source link
Leave a Reply