শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা
মোট 10,368টি শূন্য পদে এই নিয়োগ করা হবে। তার মধ্যে Office Assistant (Multipurpose) পদে 5134 জন, Officer Scale-I (Assistant Manager) পদে 3922 জন, Officer Scale-II (General Banking Officer (Manager) পদে 906 জন, Officer Scale-II (Information Technology Officer পদে 59 জন, Officer Scale-II (Chartered Accountant) পদে 32 জন, Officer Scale-II (Law Officer) পদে 27 জন, Officer Scale-II (Treasury Manager) পদে 10 জন, Officer Scale-II (Marketing Officer) পদে 43 জন, Officer Scale-II (Agriculture Officer) পদে 25 জন ও Officer Scale-III পদে 210 জন কর্মী নিয়োগ করা হবে।
কাজের অভিজ্ঞতা
- Office Assistant- কোনও কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- Officer Scale-I (Assistant Manager)- কোনও কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- Officer Scale-II General Banking Officer (Manager)- কোনও ব্যাঙ্ক অথবা আর্থিক সংস্থায় দুই বছর অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা।
- Officer Scale-II Specialist Officers (Manager)Information Technology Officer – সংশ্লিষ্ট বিভাগে 1 বছর কাজ করার অভিজ্ঞতা।
- Chartered Accountant -সংশ্লিষ্ট বিষয়ে এক বছর কাজের অভিজ্ঞতা
- Law Officer – আইনজীবী হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা কোন ব্যাঙ্ক অথবা আর্থিক সংস্থায় ‘ল’ অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা।
- Treasury Manager- সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা
- Marketing Officer – সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা
- Agricultural Officer- কোনও ব্যাঙ্ক অথবা আর্থিক সংস্থায় 5 বছর কাজ করার অভিজ্ঞতা।
বয়সের ঊর্ধ্বসীমা
- Office Assistant (Multipurpose) – প্রার্থীর বয়স 18 থেকে 28-এর মধ্যে হতে হবে।
- Officer Scale- III (Senior Manager) – প্রার্থীর বয়স 21 বছরের বেশি ও 40 বছরের কম হওয়া আবশ্যক।
- Officer Scale- II (Manager)- প্রার্থীর বয়স 21 বছরের বেশি ও 32 বছরের কম হওয়া আবশ্যক।
- Officer Scale- I (Assistant Manager) – প্রার্থীর বয়স 18 বছরের বেশি ও 30 বছরের কম হওয়া আবশ্যক।
কী ভাবে করবেন আবেদন
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইন মাধ্যমেই তাদের আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র জমা করার জন্য প্রার্থীরা ibps.in ওয়েবসাইটে গিয়ে আগামী 28 জুনের মধ্যে তাদের আবেদনপত্র জমা করতে পারবেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-08 17:31:41
Source link
Leave a Reply