নিউ দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী (Central minister) জিতেন্দ্র সিং (Jitendra Singh) সোমবার বলেন যে প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার (immunity booster) কৃত্রিম ইমিউনিটি বুস্টার এর থেকে অনেক বেশি কার্যকরী। তিনি বলেছেন যে এই করোনা প্যানডেমিক (Corona pandemic) এর সময়ে প্রত্যেক নাগরিকের কাছে পুষ্টি সম্পর্কে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে তার প্রভাব সম্পর্কে সঠিক ধারণা থাকাটা ভীষণই আবশ্যক।
“স্বাস্থ্যকর ও সুখাদ্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যা রোগের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করে । তাই স্বাস্থ্য রক্ষার্থে আমাদের সকলের সঠিক খাদ্য খাওয়ার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।” কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত ডায়াবেটোলজিস্ট (Diabetologist) জিতেন্দ্র সিং এমনটাই বলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিক্যাল জার্নালে (medical journal) প্রকাশিত বিভিন্ন গবেষণাকে উদ্বৃত করে তিনি বলেছেন ভিটামিন সাপ্লিমেন্ট (vitamin supplements) ও অ্যান্টি অক্সিডেন্ট ট্যাবলেট (anti oxidant tablet) এর থেকে প্রাকৃতিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ খাবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। পার্সোনেল মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে (Personnel ministry) জিতেন্দ্র বলেছেন যে প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার (immunity booster) কৃত্রিম ইমিউনিটি বুস্টার এর থেকে অনেক বেশি কার্যকরী।
বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস (World Food safety day) উপলক্ষে PHD Chamber of Commerce and Industry আয়োজিত , সেফ ফুড টুডে ফর আ হেলদি টুমরো (Safe food today for a healthy tomorrow) শীর্ষক সেমিনারে কেন্দ্রীয় মন্ত্রী সিং বলেছেন ভারতে অ্যান্টিবায়োটিক (antibiotic) ও অ্যান্টি মাইক্রোবায়াল (anti microbial) আবিষ্কারের পূর্বে সংক্রমক রোগ গুলি নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (immunity boost) চিকিৎসা শাস্ত্রের এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ১৯৪০ সালের শেষের দিকে পেনিসিলিন (Penicilin) নামক অ্যান্টিবায়োটিক আত্মপ্রকাশের পর এই ধারণার পরিবর্তন হয়। তিনি বলেন শেষ কিছু দশক ধরে সংক্রমক ব্যাধির ক্ষেত্রে চিকিৎসায় কৃত্রিম ওষুধ এবং প্রাকৃতিক গুণাগুণ সম্বলিত পদার্থ একত্রে ব্যবহার করা হয়। করোনা আশার পর সমগ্র পৃথিবী খাদ্যাভ্যাস ও অন্যান্য বিষয়ে সচেতন হয়েছে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-08 16:34:45
Source link
Leave a Reply