হাইলাইটস
- একটি টবে জল ভরে তাতে বেশি করে ডিটার্জেন্ট এবং স্টেন রিমুভার দিচ্ছেন তিনি।
- সেই জলে পাপোষ ডুবিয়ে দেওয়ার নিমেষের মধ্যেই
- পরিষ্কার জলটি কাদা জলে পরিণত হয়
বাইরে থেকে আসার পরই এই পাপোষের ওপর জুতো ঘষে ধুলো, কাদা ঝরিয়ে বাড়িতে প্রবেশ করি সকলে। কিন্তু পরিচ্ছন্নতার অভাবে এই পাপোষে কাদা ও ময়লা জমতে জমতে নিজেই নোংরা হয়ে যায়।
TikTok ব্যবহারকারী এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ভক্ত @cleanwithleesha নিজের ডোরম্যাট প্রত্যহ পরিষ্কার করার প্রতিজ্ঞা করেছেন। কারণ প্রথম বার এটি পরিষ্কার করার পর ফলাফল দেখে তাঁর চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল।
পাপোষ পরিষ্কার করার ওপর তাঁর একটি how-to ভিডিও হাজার বার দেখেছেন সকলে। সেখানে দেখা গিয়েছে, একটি টবে জল ভরে তাতে বেশি করে ডিটার্জেন্ট এবং স্টেন রিমুভার দিচ্ছেন তিনি।
সেই জলে পাপোষ ডুবিয়ে দেওয়ার নিমেষের মধ্যেই পরিষ্কার জলটি কাদা জলে পরিণত হয়।
এর পরই ওই ভিডিও তাঁকে বলতে শোনা যায়, ‘জলে দেওয়ার পর পরই এমন হয়েছে। দরজার সামনে রাখা পাপোষ পরিষ্কার করতে ভুলবেন না। এটি খুবই জঘন্য।’
পাপোষ ডুবিয়ে রাখা জলটি ক্রমশই গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু করে। তার পরই সেই মহিলা ফের জানান, ‘৩০ মিনিট পর জলটি আরও জঘন্য হয়ে পড়েছে।’
অবশেষে নোংরা জলটি ফেলে পরিষ্কার জল দিয়ে পাপোষ ধুয়ে তুলে নেন তিনি।
ভিডিওর ক্যাপশানে তিনি লেখেন, ‘তোমরা নিজেদের পাপোষ পরিষ্কার কর, আমি এবার থেকে রোজ পরিষ্কার করব।’
এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করেন। এক জন বলে, ‘আমারটার কেমন অবস্থা হতে পারে, তা ভাবতেই ঘৃণা করছে।’
আর এক জন বলে ‘ওএমজি’। আবার তৃতীয় এ দর্শক জানান, তিনি নিজের পাপোষ এ ভাবেই পরিষ্কার করেন। তিনি জানান, ‘আমার বড় ধূসর রঙের পাপোষের ক্ষেত্রেও ঠিক এমনটিই হয়েছিল’।
আবার কেউ কেউ তাকে জিগ্যেস করে পাপোষ কী ভাবে শোকাতে পেরেছেন তিনি। তখন TikTok ব্যবহারকারী ওই মহিলা জানান, ‘আমার বাগানের চেয়ারে টাঙিয়ে রেখেছিলাম।’
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-07 18:37:13
Source link
Leave a Reply