নিজস্ব প্রতিবেদন: দেশে দৈনিক কোভিড সংক্রমণ নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। একেরবারে লক্ষ্যের কাছে এসে পৌঁছল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সেই তুলনায় কমছে না মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে।
India reports 1,00,636 new #COVID19 cases, 1,74,399 discharges, and 2427 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 2,89,09,975
Total discharges: 2,71,59,180
Death toll: 3,49,186
Active cases: 14,01,609Total vaccination: 23,27,86,482 pic.twitter.com/3DNEhXAN4E
— ANI (@ANI) June 7, 2021
এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ ১৮০ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯৭৫।
A total of 36,63,34,111 samples have been tested for #COVID19 in the country, up to June 6 including 15,87,589 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/FQMTNB5kUu
— ANI (@ANI) June 7, 2021
এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-07 10:36:22
Source link
Leave a Reply