নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য দৈনিক বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের (Union Health ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Corona New case) হয়েছিল ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। আজ (বুধবার) করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। তবে অনেকটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। যা খানিক স্বস্তির বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫।
তবে গতকালের চেয়ে বেড়ে মৃতের সংখ্যা। ২ হাজারের গণ্ডি পার করে ফের ৩ হাজার ২০৭ জন প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘণ্টায়। মোট মৃতের সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২। আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার হার বেশি। ২৪ ঘণ্টায় করোনা মুক্ত (Discharge) হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৫৬ জন। আজকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ০৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ০৮৫ জন।
India reports 1,32,788 new #COVID19 cases, 2,31,456 discharges & 3,207 deaths in last 24 hrs, as per Health Ministry
Total cases: 2,83,07,832
Total discharges: 2,61,79,085
Death toll: 3,35,102
Active cases: 17,93,645Total vaccination: 21,85,46,667 pic.twitter.com/wqyIwRhogm
— ANI (@ANI) June 2, 2021
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ২১ কোটি ৮৫ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ জন। সুস্থতার হার ৯২.০৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানান হয়েছে সপ্তাহের করোনা আক্রান্তের হার ৮.৬৪ শতাংশ। দৈনিক আক্রান্তের হার ৬.৬২ শতাংশ।
#COVID19 | A total of 35,00,57,330 samples tested up to June 1, inclusive of data reconciled by the States. Of these, 20,19,773 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/qs5NWQPVMr
— ANI (@ANI) June 2, 2021
Zee24Ghanta: Health News
2021-06-02 10:26:50
Source link
Leave a Reply