হাইলাইটস
- ডিভোর্স হয়ে যাওয়ার পর অনেক দম্পতিই জানিয়েছেন
- বেশ কিছু বিষয়ে তাঁরা নতুন করে আলোচনা করতে চাননি।
- ঝামেলা, তর্ক এড়িয়ে যেতে চেয়েছেন
কথা কাটাকাটি, মানসিক অশান্তি দিয়ে শুরু হয়ে এক সময় ঝগড়া চরম পর্যায়ে চলে যায়। যখন কেউ আর কারোর উপস্থিতি সহ্যই করতে পারে না। সেখান থেকে তারা সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, বাবা-মায়েরা অনেকবার তাদের মুখোমুখি বসে কথা বলে বিবাদ মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছে। কিন্তু ওরা কোনও ভাবেই রাজি হয়নি। শুধু নীলাদ্রি কিংবা নন্দিনী নয়- এরকম সমস্যার সম্মুখন অনেকেই। সমীক্ষা বলছে অধিকাংশ ডিভোর্স কেসেই বিবাদ অমিমাংসিত। হয়তো দুজনের কেউই চাননি এভাবে সম্পর্ক শেষ হয়ে যাক। কিন্তু দ্বন্দ্ব এড়াতে আলোচনায় বসতে তাঁরা নারাজ। এমনই কিছু পয়েন্ট তুলে ধরেছেন বিশেষজ্ঞরা
সকলেই বিবাদ এড়িয়ে যেতে চাইছেন- ডিভোর্স হয়ে যাওয়ার পর অনেক দম্পতিই জানিয়েছেন বেশ কিছু বিষয়ে তাঁরা নতুন করে আলোচনা করতে চাননি। ঝামেলা, তর্ক এড়িয়ে যেতে চেয়েছেন। পুরনায় একই ঝামেলায় পড়তে চাননি। একরকম নেগেটিভিটি নিয়েই দূরে সরে গিয়েছেন।
আবেগকে আঁকড়ে রেখেছেন- অনেকেই জেদের বশে আবেগকে আঁকড়ে রাখতে চেয়েছেন। অনেকেই ইগো দেখিয়েছেন। একজন তাঁর মতো করে চেষ্টা করেছেন। কিন্তু অন্যজন করেননি। ফলে ক্ষোভের পাহাড় জমেছে। সেখান থেকে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে।
পূর্বের তিক্ততা- অনেকেই অতীতের রেশ টেনে রাখেন। পূজ্ঞবে কোনও বিষয় নিয়ে অশান্তি হলে তা ঘুরেফিরে বলতে চান। একই ঘটনা বার বার টেনে আনেন। এটাএকরকম মানসিক সমস্যা। এবং এই ঝামেলার কোনও সলিউশন নেই। এখান থেকেও ডিভোর্স হচ্ছে। বলা যায় ডিভোর্সের অন্যতম কারণ।
আর্থিক সমস্যা- কিছু মানুষ আছেন যাঁদের মধ্যে বাস্তববোধ নিতান্তই কম। প্রথম থেকেই তাঁরা টাকার খোঁজে থাকেন। যে সংসারে একজন রোজগেরে সেই সব দম্পতিদের মধ্যে টাকা সংক্রান্ত চাহিদা বেশি। সঙ্গীর আকাশ কুসুম চাহিদা অন্যজন মেটাতে পারেন না। কিন্তু এই টাকার জন্য অন্যজন ক্রমাগত চাপ দিতে থাকে। এখান থেকেই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। এঁরা একে অপরের মন বোঝেন না।
সম্পর্কে দাদাগিরি ফলানো- অনেক সময়ই একজনের অন্যজনের প্রতি ব্যবহার অত্যন্তখারাপ থাকে। সম্পর্কে বরাবর নিজের ক্ষমতারই আস্ফালন দেখাতে চান। কোনও ভাবেই কোনও কিছুর সঙ্গে আপোষ করতে নারাজ। একজন শুধু সব মেনে চলবেন এরকম তো নয়। ফলে সমস্যা লেগেই থাকে। কিন্তু এই সমস্যা যদি দুজনে ঠান্ডা মাথায় বিবেচনা করতেন তাহলেই মিটে যেত।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-01 18:48:39
Source link
Leave a Reply