হাইলাইটস
- শরীর আর মন ভালো থাকলে তবেই সেই প্রভাব পড়ে সম্পর্কে।
- আজকাল আমাদের সবার জীবনে পারিপার্শ্বিক চাপ খুব বেশি।
- সেই সঙ্গে রয়েছে কাজের চাপও
সেখানে দেখা গিয়েছে যে সব সম্পর্কে দুজনই খুব পজিটিভ মনের মানুষ, ভাবনায় ইতিবাচকতা রয়েছে সেই সব সম্পর্কের বন্ধন সুদৃঢ়। জীবনে তাঁরা অনেক কিছু করতে পেরেছেন। এছাড়াও দেখা গিয়েছে সম্পর্কে কোনও একজন যদি সব সময় পজিটিভ থাকেন তাহলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব। কারণ ইতিবাচকতা থাকলেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জন্মায়। সমীক্ষায় আরও দেখা গিয়েছে যাঁরা পজিটিভ মনের মানুষ তাঁদের স্নায়ুর চাপ কম। যে কোনও কাজ খুব সহজেই তাঁরা করে ফেলতে পারেন। সেই সঙ্গে অন্যকে দারুণ ভাবে উৎসাহ দিতে পারেন এমন মানুষেরা।
শরীর আর মন ভালো থাকলে তবেই সেই প্রভাব পড়ে সম্পর্কে। আজকাল আমাদের সবার জীবনে পারিপার্শ্বিক চাপ খুব বেশি। সেই সঙ্গে রয়েছে কাজের চাপও। জীবনযাত্রাও আগের থেকে কঠিন। ফলে মনের দিক থকে যদি আমরা সব সময় ধরে নিই যে ‘হবে না’ কিংবা ‘এই ভাবে হচ্ছে না’ তাহলে তার প্রভাব পড়বে সম্পর্কেও। তবে এর সঙ্গে বিচক্ষণ দৃষ্টিভঙ্গিও থাকা প্রয়োজন। কারণ বাস্তববোধ না থাকলে জীবনে এগিয়ে চলা খুবই মুশকিলের। অযথা কারোর দেখে নয় কিংবা নকল করে নয়- নিজের জীবন নিজেই নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। সেই সঙ্গে আচরণও সংযত হওয়া দরকার। ব্যবহার ভালো থাকলে, সুন্দর করে গুছিয়ে কথা বললে মস্তিষ্কও ভালো থাকে।
আর কেউ যদি আপনার সঙ্গীর এই সব অভ্যাসের প্রশংসা করেন তাহলে নিঃসন্দেহে আপনারও খুব ভালো লাগবে। আপনিও তাঁকে দেখে অনুপ্রাণিত হবার চেষ্টা করবেন। এই দুইয়ে মিলে নিজেদের মধ্যেকার বোঝাপড়া ঠিক থাকবে।
ব্যক্তিত্ব, বাস্তববোধ, বিচক্ষণতা- সম্পর্কে এই প্রতিটা শব্দের যেমন গুরুত্ব রয়েছে তেমনই ভালোবাসারও গুরুত্ব অসীম। এই তিন গুণের সঙ্গে যদি পার্টনারের মধ্যে থাকে রোম্যান্টিকতা তাহলে সম্পর্ক যে দারুণ ভাবে গড়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এমন মানুষের সঙ্গে বিবাহিত জীবন যেমন সুখের হয় তেমনই বিয়ের সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। আর তাই সবশেষে সমীক্ষায় বলা হয়েছে, সুষম আহার করুন, নিয়মিত শরীরচর্চা থাক, মন থেকে ভালো থাকুন, ইতিবাচক থাকুন তবেই একটা সম্পর্ক সুন্দর হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-01 17:18:45
Source link
Leave a Reply