হাইলাইটস
- সারা দেশের মানুষ করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid 19 second wave) বাড় বাড়ন্তে একেবারে ভীত।
- তাই মাস্ক (Mask) পরা সকলের জন্য বাধ্যতামূলক।
- করোনা থেকে রেহাই পেতে N95 নাকি ডবল সার্জিক্যাল মাস্ক নাকি একসঙ্গে দুটো মাস্ক, এই নিয়ে নানা মতভেদ লেগেই রয়েছে।
সম্প্রতি, একটি গবেষণায় জানা গিয়েছে, সাধারণ সার্জিকাল মাস্ক ঠেকিয়ে দিতে পারে করোনা ভাইরাসকে (COVID-19)। জার্মানের (Germany) একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে। তবে, যেসব জায়গায় বায়ুবাহিত সংক্রমণের ঘনত্ব বেশি থাকার সম্বাবনা হয়েছে, সেখানে N95 মাস্ক (mask) ব্যবহার করা ভালো। সমীক্ষা বলছে এতে সংক্রমণ আটকানোর কার্যকারিতা বেড়ে যায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ জার্নালে।
সমীক্ষায় করা জানা যায় মাস্ক কোন কোন পরিস্থিতিতে কাজ করতে পারে। পর্যবেক্ষণের পর পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসা হয়। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিস্ট্রির (Max Planck Institute for Chemistry) ইয়াফাং চেং (Yafang Cheng) একটি বিবৃতি জারি করে বলেছেন, SARS-CoV-2 এর বায়ুবাহিত সংক্রমণের সময় শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে কণাগুলির মধ্যে অল্প পরিমাণে ভাইরাস থাকে। সেক্ষেত্রে মানুষকে সুরক্ষা দিতে পারে একটা সার্জিকাল মাস্ক। সমীক্ষা থেকে এই তথ্যও প্রকাশ পেয়েছে যে যেখানে বেশি মাস্ক পরা হয়েছে সেখানে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। N95 বা FFP2-র মতো মাস্ক বায়ুবাহিত সংক্রমণ রুখতে সবচেয়ে বেশি উপকারী।
সমীক্ষার সঙ্গে যুক্ত অন্য এক বিজ্ঞানী জানিয়েছেন, অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি হাই এফিশিয়েন্সি মাস্ক পরলে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, বাজার-সহ বিভিন্ন জনবহুল এলাকায় সুরক্ষিত থাকা যায়। যেখানে প্রবল ঝুঁকির সম্ভাবনা থাকে বা যেখানে রোগীদের ঘনত্ব বেশি সেখানে মাস্ক অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী। SARS-CoV-2 সংক্রমণের বিরুদ্ধে যাবতীয় সতর্কতা অবলম্বন করতে সমর্থ মাস্ক।
মাস্ক (mask) পরা নিয়ে বারবার বিশেষজ্ঞরা সতর্ক করছেন। ভারতে সংক্রমণ বাড়লেও এখনও ৫০ শতাংশ মানুষ সঠিকভাবে মাস্ক (Mask) পরেন না। ৬৪ শতাংশ মানুষ এমনভাবে মাস্ক পরেন যে তাদের নাক চাপাই পড়ে না। কিছুদিন আগে এমনটাই জানানো হয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফ থেকে। এবার প্রকাশ্যে এল জার্মানির এক সমীক্ষা। করোনা থেকে বাঁচতে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে উপযোগী তা এখানেও স্পষ্ট করে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-01 15:27:03
Source link
Leave a Reply