নিজস্ব প্রতিবেদন: কোভিড আবহে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে মৃত্যু হয়েছে একাধিক রোগীর। এই প্রেক্ষাপটে বিশ্বকে ধূমপায়ী-মুক্ত করতে বড় পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার হু এর প্রধান বলেছেন যে ধূমপান শারীরিক নানা জটিল রোগের উৎস। হার্ট, ক্যান্সার এবং ফুসফুসজনিত রোগের অনুঘটক। তাই সুস্থ ও স্বাভাবিক থাকতে এখনই ধূমপান ছাড়ুন।
করোনায় দেখা গিয়েছে ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেকটি দেশকে এই উদ্যোগে সামিল হতে আবেদন করছি। প্রতি দেশ তামাক-মুক্ত পরিবেশ গড়ে মানুষের মধ্যে সুষম খাদ্যাভাসের আবহ গড়ে তুলুক।
আরও পড়ুন, ভারত-ব্রিটেন স্ট্রেনের মিউটেশনে হাইব্রিড Corona-র হদিশ! দ্রুত ছড়িয়ে পড়ছে বাতাসে
এমনকী তামাক মুক্ত পরিবেশ সকলকে উপহার দিতে এই প্রচার অভিযানে আগামী ৬ মাস ধরে ‘কুইট চ্যালেঞ্জ’ তথা ধূমপান ছাড়ার ব্যাপারে সকলকে উৎসাহ দেওয়া হবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার ও উইচ্যাট-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে।
Zee24Ghanta: Health News
2021-05-30 18:27:01
Source link
Leave a Reply