হাইলাইটস
- দেশে করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হলেও, মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছেই।
- আবার এই দুশ্চিন্তার মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে নানান ধরনের ছত্রাক সংক্রমণ।
- কালো-সাদা-হলুদের পর এখন আরও এক নতুন সংক্রমণ দেখা যাচ্ছে।
কারা আক্রান্ত হচ্ছেন এই ছত্রাকে (aspergillosis)?
বরোদার কোভিড বিষয়ক জেলা প্রশাসনের উপদেষ্টা ডঃ শীতল মিস্ত্রি বলেছেন যে, বিশেষত প্রতিরোধ ক্ষমতা কম এমন রোগীদের ক্ষেত্রে পালমোনারি অ্যাস্পারগিলোসিস (aspergillosis)দেখা যাচ্ছে। তবে, সাইনাস অ্যাস্পারগিলোসিস (aspergillosis) বিরল। এখন সব রোগীদের মধ্যে এটি দেখা যাচ্ছে যারা কোভিড নিরাময় করেছেন বা চিকিত্সাধীন রয়েছেন। যদিও,এটি Black Fungus-এর মতো মারাত্মক নয় তবে এটিকে উপেক্ষা করা ঠিক নয়। এই সংক্রমণ ফুসফুস-সহ শরীরের বিভিন্ন অঙ্গগুলিতে সংক্রামিত করে। এখনও পর্যন্ত মিউকরমাইকোসিস (Mucormycosis) সংক্রমণ বেড়ে চলেছে দেশে। এর মাঝে ভাদোদরার চিকিত্সকরা পেলেন এই ছত্রাক। নয়া ছত্রাক সংক্রমণে অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিত্সাধীন ৮জন।
কী কী উপসর্গ রয়েছে?
চিকিৎসকদের মতে, অ্যাস্পাগিলোসিস রোগীর শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। দৃষ্টিশক্তি হ্রাস-সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে এই নয়া ছত্রাক। এছাড়া দেহের টিস্যুগুলির ক্ষতির ঝুঁকি রয়েছে। সর্দি, মাথা ব্যথা এবং ঘ্রাণ শক্তি চলে যাওয়া এই লক্ষণগুলি দেখা যায়।
কাদের ঝুঁকি বেশি?
চিকিৎসকদের মতে, ছত্রাকটি গ্লুকোজের থেকে শক্তি পায়। সুতরাং, ডায়াবিটিস রোগীদের যাদের স্টেরয়েড চিকিৎসা দেওয়া হচ্ছে বা কোভিড রোগী যাঁদের ডায়াবিটিসে রয়েছে তাদের এই সংক্রমণে ঝুঁকি বেশি থাকে। রক্তে লিম্ফোসাইটের কম কাউন্ট প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং ছত্রাকের সংক্রমণের পথ তৈরি করে। যে কোভিড রোগীদের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের কারণে ছত্রাকের সংক্রমণের ঘটনা বেড়ে চলেছে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-30 15:19:51
Source link
Leave a Reply