নিজস্ব প্রতিবেদন: অবশেষে নীচের দিকেই নামছে দেশের দৈনিক করোনা আক্রান্তের (Corona Daily Cases) গ্রাফ। কালকের পর আজকেও বজায় রইল সর্বনিম্ন রেকর্ড। টানা ৪৫ দিন পর ফের সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। যার ফলে আবারও কমে দাঁড়াল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমল ১ লক্ষ ১৪ হাজার ৪২৮ জন। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর (Active Corona Cases) সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭ জন।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত কেন্দ্রের, Covid সংক্রান্ত পণ্য আমদানিতে GST ছাড়
তবে মৃত্যুর সংখ্যায় তেমন হেরফের হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬১৭ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৫১২ জন। আশার আলো সুস্থতার হারেও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন। সুস্থতার হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮০ শতাংশ। দেশে মোট টিকা নিয়েছেন ২০ কোটি ৮৯ লক্ষ ২ হাজার ৪৪৫ জন।
আরও পড়ুন:Black Fungus-র ওষুধ Amphotericine B-কে GST মুক্ত করল কেন্দ্র
Zee24Ghanta: Health News
2021-05-29 10:36:16
Source link
Leave a Reply