হাইলাইটস
- সন্তানের জন্য কোন স্কুল ভালো হবে, এই নিয়ে যদি বাবা-মা’র মনের মধ্যে দুশ্চিন্তা থাকে।
- কীভাবে বাছাই করবেন সন্তানের জন্য সেরা স্কুল?
- বাচ্চাদের পড়ানোর জন্য কী কী পন্থা অবলম্বন করছে স্কুলগুলি?
কীভাবে বাছাই করবেন সন্তানের জন্য সেরা স্কুল?
স্কুলে কোন কোন বিষয় শেখানো হচ্ছে:- বাচ্চাদের মন সবসময়ই কৌতূহল প্রবণ। তাঁদের মনে সব সময় নানা রকমের প্রশ্ন ঘুরপাক খায়। কাজেই কোন স্কুলে ভর্তি করার আগে অবশ্যই দেখে নেবেন স্কুলের পাঠ্যক্রমে বাচ্চাদের কোন কোন বিষয়গুলির উপরে জোর দেওয়া হচ্ছে। পড়ানোর সঙ্গে বাচ্চাদের কী কী কো-কারিকুলার অ্যাক্টিভিটি করানো হচ্ছে সেটার উপরেও অবশ্যই নজর রাখা দরকার।
এছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হল বাচ্চাদের পড়ানোর জন্য কী কী পন্থা অবলম্বন করছে স্কুলগুলি? বাচ্চাদের পড়া বোঝানোর প্রক্রিয়াও সেক্ষেত্রে গুরুত্ব সহকারে বিচার করতে হবে অভিভাবকদের।
যারা বাচ্চাদের পড়ান, তাঁদেরও প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে, যে সব শিক্ষকরা বাচ্চাদের পড়াচ্ছেন তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া উচিৎ।
নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা:- করোনাভাইরাসের প্রকোপে জেরবার গোটা দেশ। কাজেই অতিমারির পরবর্তী সময়ে যখন সন্তানকে কোনও ভালো স্কুলে ভর্তি করতে যাবেন, তখন স্কুলের আপনার সন্তান নিরাপদে থাকবে কিনা, এবং স্কুলের পরিস্কার-পরিচ্ছন্নতা মান কী রকম, স্কুলের ভেতরে জরুরি পরিষেবা প্রদান করার পরিকাঠামো রয়েছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া দরকার। এছাড়াও স্কুলের মধ্যে CCTV ক্যামেরা রয়েছে কিনা, বা স্কুলের সমস্ত কর্মীদের পুলিশ ভেরিফিকেশন রয়েছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া উচিৎ।
স্কুলের অবস্থান: স্কুলের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে যেমন ছাত্রছাত্রীদের দৈনন্দিন স্কুলে আসা যাওয়া সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তেমনই অন্যদিকে আপৎকালীন সময়ে তার লাভ সবচেয়ে ভালো পাওয়া যায়। কাজেই দেখে নেবেন, স্কুলের আশেপাশের মধ্যে কোন ভাল হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র রয়েছে কিনা। থাকলে তবেই সেই স্কুলে আপনার সন্তানকে ভর্তি করার সিদ্ধান্ত নিন।
টাকার অঙ্ক: একটা কথা মনে রাখবেন, সব সময় টাকা দিয়েই মান বিচার করা যায়না। কোন স্কুল মোটা মাইনে নিচ্ছে বলেই যে তার পরিষেবা ভালো হবে, এমনটা নাও হতে পারে। কাজেই সন্তানকে স্কুলে ভর্তি করার সময় শুধু স্কুল ফি-এর কথা ভাববেন না, স্কুল সমস্ত রকমের পরিষেবা প্রদান করছে কিনা সেই বিষয়টিও ভাল করে খতিয়ে দেখে নেবেন।
নেটওয়ার্ক: সব মা-বাবাই চান স্কুলের পর তাঁর সন্তান ভালো কলেজে পড়াশোনা করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হোক। সেক্ষেত্রে স্কুলের অনেক বড় ভূমিকা রয়েছে। উন্নতমানের উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের স্কুল থেকেই তৈরি করা হয়। এছাড়া ছাত্রছাত্রীদের নিজেদের পছন্দের কেরিয়ার বাছাই করতে স্কুলের ভূমিকাও প্রচুর। কাউন্সেলিং-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সঠিক কেরিয়ার বেছে নিতে বিস্তর সাহায্য করতে পারে স্কুল। এছাড়াও কোন কলেজে ভর্তি হলে ছাত্রছাত্রীরা লাভবান হবেন সেই বিষয়েও সাহায্য করতে পারে স্কুল।
কাজেই সন্তানকে স্কুলে ভর্তি করানোর আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু পড়াশোনা নয়, সন্তানের সর্বাঙ্গীণ উন্নতি প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। আর সেক্ষেত্রে সঠিক স্কুল বেছে নেওয়াটা প্রথম পদক্ষেপ।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-22 22:05:57
Source link
Leave a Reply