হাইলাইটস
- মোট ৮৯টি শূন্য পদে নিয়োগ করবে BSF।
- প্রথম পর্বে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হবে প্রার্থীদের সঙ্গে।
- প্রতিমাসে বেতন ৮৫ হাজার টাকা।
মোট ৮৯টি শূন্য পদের জন্য ডাক্তার নিয়োগ করবে BSF। এর মধ্যে ২৭ জন স্পেশালিষ্ট ডাক্তার ও ৬২ জন General Duty Medical Officer। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ। প্রথম পর্বে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হবে প্রার্থীদের সঙ্গে। পরে তা আরও দুই বছর, অর্থাৎ মোট ৫ বছর অথবা প্রার্থীর ৭০ বছর বয়স না হওয়া পর্যন্ত বাড়ানো হতে পারে। কোনও রকমের স্থায়ী চাকরির দাবি করতে পারবেন না প্রার্থীরা।
আসুন দেখে নেওয়া যাক যে সব প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাবেন, তাঁদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা
Specialist:- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের দেড় বছর ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের আড়াই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
General Duty Medical Officer:- প্রার্থীদের MBBS ডিগ্রি ও ইন্টার্নশিপ করা থাকলেই হবে।
ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট সহ নিজেদের বয়সের প্রমাণপত্রের আসল কপি ও ফটোকপি অবশ্যই আনতে হবে। এছাড়াও পাঁচটি পাসপোর্ট সাইজের ছবিও আনতে হবে প্রার্থীদের।
বেতন
Specialist:- প্রতিমাসে 85,000/- টাকা
General Duty Medical Officer:- প্রতিমাসে 75,000/- টাকা
বয়সের ঊর্ধ্বসীমা
প্রার্থীর বয়স ৬৭ বছরের নীচে হওয়া আবশ্যক
মেডিকাল টেস্ট
যে সব প্রার্থীরা ইন্টারভিউ দিতে আসবেন, ইন্টারভিউর পর তাঁদের ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে। এই ডাক্তারি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগপত্র হাতে পাবেন।
বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা BSF-এর ওয়েবসাইট https://bsf.gov.in/Home অথবা www.bsf.nic.in ওয়েবসাইটটি দেখুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-22 15:14:18
Source link
Leave a Reply