হাইলাইটস
- করোনা আবহে অর্থনৈতিক মন্দার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে চাকরির আকাল
- করোনার কারণে চলতি বছরের এপ্রিল মাসেই কর্মহীন হয়ে পড়েছেন ৭৪ লক্ষ মানুষ
- দেশে বাড়ছে বেকার ছেলে-মেয়ের সংখ্যা
এর আগে বেকারত্ব এত বেশি ছিল গত বছর জুনে। তখন লকডাউনের আওতায় থাকা দেশে সার্বিক বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ১৭.৫১%।
বর্তমানে দেশে চাকরির বাজারের পরিস্থিতি কতটা খারাপ তার ফের একটি উদাহরণ পাওয়া গিয়েছে অতিক্ষুদ্র, ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলির (এমএসএমই) ‘সম্পর্ক’ সূচকে। যেখানে দেখা যাচ্ছে, ২১ মে তারিখে ৭০৭টি ঘোষিত চাকরির পদের জন্য আবেদন করেছেন ৪,৭১,৯২২ জন। উল্লেখ্য, ‘সম্পর্ক’ সূচকের সূচনা করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এনআই-এমএসএমই) এর থেকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা এই অনলাইন পোর্টালে নিজেদের বায়োডাটা দিয়ে নাম নথিভূক্ত করতে পারেন। চাকরিদাতারাও পছন্দমতো প্রার্থীকে এখান থেকেই বেছে নিয়ে চাকরি দিয়ে থাকেন।
অবিশ্বাস্য এই পরিসংখ্যানের কারণ হিসেবে দেশে উপুর্যপরি করোনার থাবাকেই দায়ী করছেন পরামর্শদাতা সংস্থা টিমলিজের ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত সিং। তাঁর দাবি, লকডাউন এবং জনজীবনে নিষেধাজ্ঞা জারি হল এমন একটা সময়ে যখন দেশ ক্রমশ করোনা ভুলে ফের স্বাভাবিকত্বের দিকে ফিরছিল। কিন্তু দ্বিতীয় দফায় তার মারণ প্রকোপ আরও কয়েক গুণ বেশি হওয়ায় নতুন করে নিয়োগ বন্ধ করে দেওয়ার পাশাপাশি উৎপাদন এবং পরিষেবা প্রদান অনিশ্চিত হয়ে যাওয়ায় ছাঁটাইও শুরু করেছে একাধিক সংস্থা। যার জেরে দেশে চড়চড় করে বাড়ছে বেকারের সংখ্যা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-22 12:23:19
Source link
Leave a Reply