হাইলাইটস
- পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞান, ইংরেজি, পেশাগত বিদ্যা, রিজনিং এবিলিটি ও অঙ্ক থেকে প্রশ্ন করা হবে।
- স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
- পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের সঙ্গে নিজের একটি স্বচিত্র পরিচয়পত্র নিয়ে তবেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের।
SBI-তে ফার্মাসিস্ট পদের জন্য যে সকল প্রার্থীরা তাঁদের আবেদন পত্র জমা করেছিলেন, তাঁদের জন্যই এই অ্যাডমিট কার্ড। চলতি মে মাসের ২৩ তারিখ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
SBI-এর এই পরীক্ষায় মোট ১৫০টি প্রশ্ন থাকবে। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞান, ইংরেজি, পেশাগত বিদ্যা, রিজনিং এবিলিটি ও অঙ্ক থেকে প্রশ্ন করা হবে। পরীক্ষার সময়সীমা থাকবে দু’ঘণ্টা।
আসুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা-
১. প্রথমে এসবিআই-এর ওয়েবসাইট sbi.co.in-এ যেতে হবে পরীক্ষার্থীদের।
২.তারপর সেখানে হোম পেজে ‘career’ নামক লিঙ্কে ক্লিক করতে হবে।
৩.এরপর পরীক্ষার্থীদের SBI Pharmacist Admit Card 2021-এ ক্লিক করতে হবে।
৪.এরপর লগইন আইডি দিতে হবে।
৫.দেখবেন আপনার সামনে অ্যাডমিট কার্ড খুলে গেছে।
৬.অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে নিন।
এই অ্যাডমিট কার্ডেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর সময় ও আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে। অ্যাডমিট কার্ডে ছবি লাগানোর জায়গায় নিজের ছবি লাগাতে হবে পরীক্ষার্থীকে। এছাড়া পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের সঙ্গে নিজের একটি স্বচিত্র পরিচয়পত্র নিয়ে তবেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের।
ইতিমধ্যে ভারতে দৈনিক সংক্রমণের হার ৪ লাখ পেরিয়েছে। সেই সঙ্গে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে পরীক্ষা হলে স্বাস্থ্যবিধি আদৌ মানা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। কাজেই এই পরিস্থিতিতে আদৌ পরীক্ষা হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-21 21:25:11
Source link
Leave a Reply