যাঁরা দেখেননি তাঁরা শিরোনাম পড়ে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই।
আজকালকার স্ট্রেস পূর্ণ জীবনের একটি বড় সমস্যা বিছানায় শীতল হয়ে যাওয়া। মানে যৌন সুখ তো দূর অস্ত নিদেন পক্ষে সামান্য কামনার ইচ্ছেটুকুও এই হতচ্ছাড়া ইঁদুরদৌড়ের জীবন কেড়ে নিয়েছে। ডাক্তারের কাছে যাওয়ারও সময় নেই। এদিকে যৌনতৃপ্তি না থাকায় জীবনের আনন্দও হারিয়ে যাচ্ছে। সঙ্গী বিরক্ত হচ্ছেন। মানসিক চাপ আরও বাড়ছে।
সমীক্ষা বলছে এই সমস্যায় পুরুষরাই প্রধানত জর্জরিত। এদিকে মনের কথা বলতে না পেরে ক্রমে মুষড়ে পড়ছেন তাঁরা। এব্যাপারে কিন্তু অর্ধাঙ্গিনীরা হাল ধরতে পারেন সহজে। রান্নাঘরের সরঞ্জাম দিয়েই এই সমস্যার সমাধান করা যায়। স্বামীকে জানাতেও হবে না যে আপনি আয়ুর্বেদিক উপায়ে তাঁর চিকিৎসা করছেন। সমস্যার সমাধান হলে যখন আপনার মুখে তিনি হাসি দেখতে পাবেন সেদিনই তাঁর মানসিক কষ্ট অনেকটা দূর হয়ে যাবে। মন-মেজাজ ফুরফুরে হযে উঠবে। কাজে উৎসাহ বাড়বে। আর কর্তা খুশি মানে চারদিক থেকে আপনার প্রোমোশন।
তাহলে তাঁর যৌনজীবনকে স্বাভাবিক করে তোলার কাজটি আজই শুরু করে দিন।
রসুনের ঝাঁঝ
রান্নায় রসুন দিলে তাঁর কড়া গন্ধেই অনেকটা কাজ হয়ে যায়। এই রসুন আবার যৌন কামনা বাড়াতেও দারুণ কাজ দেয়। কাঁচালঙ্কা এবং রসুন একসঙ্গে নিয়মিত খাওয়ার প্রথা প্রাচীন যুগ থেকে চলে আসছে। উদ্দেশ্যে একটাই। অ্যাক্টিভ সেক্স লাইফ। রান্নায় নিয়মিত রসুন ব্যবহার করুন। রসুন ভেজে, কাঁচালঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে। নিযমিত রসুন খেলে প্রিম্যাচুওর ইজ্যাকিউলেশনের সমস্যা মিটে যায়।
জান নেওয়া আদা
রসুন যেমন কাজ দেয় তেমনই তাঁর সঙ্গিনী আদাও কিন্তু কম যায় না। নিয়মিত আদা খেলে সর্দি-কাশি বা ঠান্ডা লাগার হাত থেকে যেমন মুক্তি মেলে তেমনই শরীরের কামনা বাড়ে। রান্নায় আদা দেওয়া ছাড়াও আদা দেওয়া চা খাওয়া ভালো। নিয়মিত কাঁচা আদাও খাওয়া ভালো। আদা খেলে ভালো হজম হয়। সঙ্গীনিকে খুশিও করা যায় অনায়াসে।
জায়ফলের জয় জয়কার
জায়ফল নামটা বিরিয়ানি রান্নার সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। গরম মশলার মধ্যে এই মশলাটির শরীর গরম করার ক্ষমতা সবচেয়ে বেশি। প্রাচীন কালে এই ফলকে ভায়াগ্রা হিসেবে ব্যবহার করা হত। সম্রাট, সুলতান, রাজা, নবাবদের খাবারে এটি নিয়মিত মেশানো হত। এমনি এমনি তাঁদের একাধিক সঙ্গিনীর প্রয়োজন হত না। কৃত্রিম ভায়াগ্রার পরিবর্তে জায়ফল খেলেই শরীর চনমনে হয়ে উঠবে। রোম্যান্সে ভরপুর হয়ে উঠবে মন। তবে জায়ফলের গুঁড়ো সামান্য খাওয়াই ভালো। না হলে শরীর অত্যাধিক পরিমাণে গরম হয়ে ওঠে।
লবঙ্গ লা জবাব
সুগন্ধি লবঙ্গকে যতই ভালোমানুষ বলে মনে করুন না কেন শরীরে কামনা বাড়াতে এর জুড়ি মেলা ভার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি যেমন সিদ্ধহস্ত তেমনই সেক্স বাড়াতেও ওস্তাদ। রোজ মুখে লবঙ্গ রেখে দিন। মুখসুদ্ধিরও কাজ করবে আবার কামনাও বাড়াবে।
মেথির ম্যাজিক
গরম তেলে মেথির দানা পড়লে অসাধারণ সুগন্ধে চারদিক ভরে ওঠে। খালি পেটে মেথি ভেজানো জল শরীরকে ঠান্ডা করে। ওজন কমাতে মেথি ভালো কাজ দেয়। আর শরীরের কামনা উদ্রেগকারী স্যাপোনিন টেস্টোস্টেরন হরমোনকে জাগ্রত করে মেথি। পুরুষের কামনা বাড়াতে এটি অনবদ্য ওষুধ।
এলেমদার এলাচ
সেক্স বাড়াতে এলাচের এলেমও কিছু কম নয়। দেখতে ছোটো হলে কী হবে, এর ক্ষমতা অনেক। শরীরের ক্লান্তি দূর করে এনার্জি ফিরিয়ে দিতে এলাচ ভালোমতো পারে। এর ফলে শরীরের সেক্স হরমোন উত্তেজিত হয়। পারফর্ম্যান্স বোঝা যায় বিশেষ মুহূর্তে।
কেশরী কেশর
যৌন ইচ্ছে বাড়াতে দারুণ সহায়ক কেশর। বিরিয়ানি বা অন্য কোনও মোগলাই খাবারে একে দেখে থাকবেন। রূপচর্চাতেও এটি দারুণ কাজে লাগে। শরীরের মেলানিন কম করে গায়ের রং ফর্সা করতেও ব্যবহার করা হয এই কেশর। উত্তর ভারতে ফুলসজ্জার রাতে পুরুষদের কেশর মেশানো দুধ খাওয়ানোর চলন আছে। এতে শরীরের কামনা বাড়ে। প্রথম রাত থেকেই সঙ্গিনী খুশি থাকেন।
মৌরী-মুখর
মুখশুদ্ধি হিসেবে মৌরির জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু জানেন কি এর যৌন উত্তেজনা বাড়ানোর ক্ষমতাও অনেক ডাক্তারি ওষুধ লজ্জা পাবে? মৌরীতে আছে এস্ট্রোজেন পদার্থ। যৌন ইচ্ছে এবং কামনাকে বাড়াতে এটি এক্সপার্ট।
অনেকে হয়তো ভাববেন সামান্য মশলা খেলে শরীরের কামনা কীভাবে বাড়বে? কিন্তু একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ভারতীয় রান্নায় এই সব মশলার প্রয়োগ যথেষ্ট হয়। এদিকে দেশের লোকসংখ্যা ১৩৫ কোটি পেরিয়ে গেছে অনেকদিন আগেই এবার নিজেই ভেবে দেখুন যে মশলার ম্যাজিক কতটা কাজ দিতে পারে। তবে তর্কে না গিয়ে স্বামীর খাবারে এই মশলাগুলি রাখুন। ফলাফল কদিনের মধ্যেই টের পাবেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-21 19:09:38
Source link
Leave a Reply