হাইলাইটস
- কোভিডের দ্বিতীয় ঢেউয়ে (Covid Second Wave) টালমাটাল গোটা দেশ।
- এই পরিস্থিতিতে অনেকেই অনেকের পাশে থাকেছেন। অনেকেই এগিয়ে এসেছেন গরিবদের সাহায্য করতে।
- যাদের প্রয়োজন তার পাশে থাকতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।
করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে, করোনায় আক্রান্তদের সাহায্য করতে নিজের উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকেই। করোনায় আক্রান্ত (covid positive) রোগীদের কোয়ারান্টিন বা আইসোলেশনে থাকাকালীন খাবার সরবরাহ করছেন অনেকেই। আপনিও কি এরকম কোনও দায়িত্ব নিয়েছেন? করোনা রোগীর (covid positive) বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন? কঠিন সময়ে একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলেই হয়তো কঠিন অসুখকে সহজেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
কিন্তু আপনার নিজের খেয়াল রাখতে হবে আপনাকেই। কারণ, সংক্রমণের দ্বিতীয় ঢেউ (Covid Second Wave) আরও বেশি সংক্রামক তাই কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে আমাদের।
মাস্ক ও গ্লভস (Mask and gloves) অবশ্যই পরবেন
খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় অবশ্যই মাস্ক (Mask) পরে থাকবেন। প্রয়োজনে দু’টো মাস্ক পরবেন। আক্রান্তের বাড়িতে (COVID Home Isolation) খাবার পৌঁছে দিয়ে সেই মাস্ক বদলে ফেলুন ও অন্য মাস্ক পরে নিন। এরই সঙ্গে গ্লভস (gloves) পরতে ভুলবেন না। কারণ আমাদের প্রত্যেকের পক্ষে পিপিই কিট পরা সম্ভব নয়, আর তা জোগাড় করাও সম্ভব নয় তাই এই মাস্ক ও গ্লভসের ক্ষেত্রেই সচেতন হতে হবে আমাদের। গ্লভস (gloves) পরে খাবার পৌঁছে দেওয়ার পরে গ্লভসের উপর স্যানিটাইজার লাগিয়ে নেবেন। এরপর গ্লভস (gloves) খুলে ফেলে আবার হাত স্যানিটাইজ করে নেবেন।
পোশাক বদলে নেবেন
করোনা রোগীর (covid positive) বাড়ি থেকে বাড়ি ফেরার পর সেই পোশাক পরে ঘরে ঢুকে যাবেন না। খুব ভালো হয় যদি পোশাক বাইরে খুলে রাখতে পারেন। এরপর হাত ও পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। এর পর ঘরে ঢুকবেন। রাতের বেলায় অনেকেই স্নান করতে পারেন না, তাঁরা এই পদ্ধতি মেনে চলুন। আর স্নান করার হলে অবশ্যই শ্যাম্পু করে স্নান করে নেবেন। এতে আপনার শরীর পরিষ্কার হবে এবং আপনি সুস্থ থাকবেন।
পরিবারের অন্য সদস্যের থেকে দূরত্ব বজায় রাখুন
আপনি যেহেতু একজন করোনা আক্রান্তের (covid positive) বাড়িতে যাচ্ছেন, তাই সমস্ত নিয়ম মানলেও কোনও না কোনওভাবে আপনার করোনা সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। সেইদিকটা খেয়াল রাখবেন। এই সময়টা আপনি পরিবারের অন্য সদস্যদের থেকে দূরত্ব বজায় রাখুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-21 17:56:46
Source link
Leave a Reply