প্রশ্ন: করোনার দ্বিতীয় ঢেউয়ে কি অনেক বাচ্চা সংক্রমিত হচ্ছে?
উত্তর: হ্যাঁ। করোনার এই মিউট্যান্ট অনেক বেশি ছোঁয়াচে। তাই বাচ্চারাও রেহাই পাচ্ছে না। বাচ্চাদের মধ্যে করোনা পরীক্ষার হারও আগের থেকে বেড়েছে। ফলে পজিটিভের সংখ্যা বাড়ছে।
প্রশ্ন: এই নতুন করোনার উপসর্গগুলি কি আগের চেয়ে আলাদা?
উত্তর: করোনার নতুন মিউট্যান্টের উপসর্গ অনেকটাই আগের মতো। তবে এবার উপসর্গ বেশিদিন থাকছে এবং কোনও কোনও ক্ষেত্রে জটিলতর আকার নিচ্ছে। বাচ্চাদের মধ্যে করোনার উপসর্গ মূলত ডায়রিয়া, পেটে ব্যাথা এবং বমি।
প্রশ্ন: পরিবারের কারোর করোনা হলে কি সবার, এমনকি উপসর্গহীন শিশুরও করোনা পরীক্ষা করা জরুরি?
উত্তর: অবশ্যই। পরিবারের কোনও একজনের পজিটিভ প্রত্যেককে পরীক্ষা করাতে হবে। শিশুরও করোনা পরীক্ষা জরুরি। কারণ হঠাত্ করে শরীর খারাপ হলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে করোনা পরীক্ষার রিপোর্ট থাকা জরুরি।
প্রশ্ন: শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষার জন্য উপযুক্ত কোন পদ্ধতি?
উত্তর: RT-PCR পরীক্ষাই শিশুদের জন্য উপুযুক্ত। RT-PCR-এর রিপোর্ট দেরি করে আসে বলে অনেকে Rapid Antigen টেস্ট করানো পছন্দ করেন। কিন্তু RT-PCR পরীক্ষাই বেশি নির্ভরযোগ্য।
প্রশ্ন: শিশুর করোনা পরীক্ষার ফল পজিটিভ এলে কী করতে হবে?
উত্তর: উপসর্গ খুব বেশি না হলে ঘরে আইসোলেশনে রেখে চিকিত্সার ব্যবস্থা করুন। জ্বর ১০০ ডিগ্রির বেশি হলে প্যারাসিটামল খাওয়ান। বেশি করে জল, ফলের রস খাওয়াতে হবে। শরীর বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি করতে হবে।
প্রশ্ন: বাবা মা দুজনেই কোভিড পজিটিভ হলে সন্তানের দেখাশোনার কী হবে?
উত্তর: এ ক্ষেত্রে সন্তানের করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এলে তাকে সঙ্গে সঙ্গ কোনও আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তার আগে পর্যন্ত যতটা সম্ভব দূরত্ব রাখতে হবে। ঘরে বাবা মা ও সন্তানকে সব সময় মাস্ক পরে থাকতে হবে।
প্রশ্ন: বাচ্চারা কি সংক্রমণ ছড়াতে পারে?
উত্তর: হ্যাঁ, করোনা সংক্রমণ বাচ্চারা ছড়াতে পারে।
প্রশ্ন: মা করোনা পজিটিভ হলে সন্তানকে স্তন্যপান করানো যাবে?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনা পজিটিভ মা তাঁর সন্তানকে স্তন্যপান করাতে পারেন। তবে এক্ষেত্রে সব রকম সাবধানতা নিতে হবে। যেমন মাকে মাস্ক পরে স্তন্যপান করাতে হবে। স্তন্যপান করানোর আগে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-20 17:21:24
Source link
Leave a Reply