নয়াদিল্লি: করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে ফুসফুস ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে অনেকেই মারা যাচ্ছে। মারণ এই ভাইরাসের কারণে ফুসফুস আগে সংক্রমিত হচ্ছে। ফলে রোগীদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে, করোনার নতুন মিউট্যান্টটি বেশ বিপজ্জনক, এর সংক্রমণ প্রথমে গলায় হয়। এমন পরিস্থিতিতে যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তবে ভাইরাসটি সরাসরি গলা থেকে ফুসফুসে পৌঁছায়। করোনা সংক্রমিত হওয়ার ৫ থেকে ৬ দিন পর ফুসফুস সংক্রমণের লক্ষণগুলো দেখা যায়। এমন পরিস্থিতিতে ফুসফুস কতটা স্বাস্থ্যকর এবং শক্তিশালী তা সকলের পক্ষে জানা জরুরি। সাধারণত ফুসফুসের অবস্থা জানতে এক্স-রে করা উচিত। তবে আমরা এমন একটি পরীক্ষার কথা বলব যা বাড়িতে বসেই খুব সহজে করতে পারবেন। এবং নিমিষে জানতে পারবেন আপনার ফুসফুস কতটা শক্তিশালী।
Here is a quick and easy way to test the capacity of your lungs. Hold your breath and watch the red ball spin while you count the number of spins. The more number of spins you can hold your breath, better is the health of your lungs.#Lungs #LungTest #ExpertDoctor #Covid19 pic.twitter.com/i9x9zySljB
— Zydus Hospitals (@ZydusHospitals) May 14, 2021
দেশের অন্যতম শীর্ষ এক হাসপাতাল সম্প্রতি একটি ফুসফুস পরীক্ষার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। সেই অ্যানিমেটেড ভিডিওতে ফুসফুস পরীক্ষা করার একটা সহজ উপায় দেখানো হয়েছে। এই ভিডিওটি শেয়ার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এটি এটি আপনার ফুসফুসের ক্ষমতা পরীক্ষা করার একটি দ্রুত এবং সহজ উপায়।
হাসপাতালের শেয়ার করা ভিডিওতে একটি ফুসফুসের ছবি আছে। তার চারদিকে একটি লাল বল ঘুরছে। বলটি ঘুরতে শুরু করলে শ্বাস বন্ধ করে নিতে হবে। এবং ফুসফুসের ছবিটির নিচে ০ থেকে ১০ পর্যন্ত সংখ্যা লেখা আছে। আপনি শ্বাস বন্ধ করে ২ নম্বর পর্যন্ত থাকতে পারলে আপনার সাধারণ ফুসফুস। ৫ নম্বর পর্যন্ত থাকতে পারলে স্ট্রং ফুসফুস।একই সঙ্গে ১০ নম্বর পর্যন্ত থাকতে পারলে সুপার ফুসফুস বলা হয়েছে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-19 01:20:05
Source link
Leave a Reply