হাইলাইটস
- কোনও মাসে পিরিয়ডস মিস হলে চিন্তিত হয়ে পড়েন অনেক মহিলা।
- গর্ভধারণের (pregnancy) সম্ভাবনা অনেকের মনে দানা বাঁধতে থাকে।
- সে ক্ষেত্রে প্রেগনেন্সি (pregnancy) টেস্ট করে নিশ্চিত হতে চান সকলে।
- তবে অনেক সময় টেস্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও, গর্ভধারণের মতোই লক্ষণ দেখা দেয়।
উল্লেখ্য পিরিয়ডস শুরু হওয়ার আগের লক্ষণ এবং প্রেগনেন্সির আগের লক্ষণ একই ধরণের হয়ে থাকে। ক্লান্তি, ফোলাভাব, ব্যাগ্রতা, পেট ফোলা, মুড সুইঙ্গ, ক্রেবিং ইত্যাদি। পিরিয়ড যত দেরিতে হয়, এই লক্ষণগুলি তত বাড়তে থাকে। এমন সময় ফ্যামিলি প্ল্যানিং করে থাকলে, স্বাভাবিক ভাবেই এ সবের দিকে নজর যাবেই।
এখন প্রেগনেন্সি টেস্ট (pregnancy test) করার জন্য যে কিট পাওয়া যায়, প্রাথমিক ভাবে তা দিয়ে টেস্ট করে নেন অনেকে। বাড়িতে পজিটিভ রিজাল্ট আসা সত্ত্বেও, ক্যামিকেল প্রেগনেন্সির সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে ৩০ শতাংশ ফার্টিলাইজড ডিম্বাণু ফ্যালোপিন টিউব থেকে গর্ভাশয়ে যেতে যেতে কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই প্রথম দিকে পজিটিভ রেজাল্ট এলেও, কিছু দিন পর পিরিয়ড শুরু হয়ে যায়।
তাই পিরিয়ডস মিস হওয়ার ১ সপ্তাহ পর টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এর পরও অনেক সময় টেস্ট নেগেটিভ আসে। কিন্তু প্রেগনেন্সির মতো লক্ষণ অনুভূত হতে থাকে। এমন হওয়ার পিছনেও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে।
স্ট্রেস
স্ট্রেস আমাদের শরীরের অনেক বেশি প্রভাব বিস্তার করে। অত্যধিক শারীরিক ও মানসিক চাপ থাকলে, সন্তান ধারণ না-করার পক্ষেই মন ও মস্তিষ্ক সায় দেয়। এর ফলে ওভুলেট হয় না। আবার ওভুলেশন না-হওয়ায় পিরিয়ডসও বিলম্ব হতে থাকে। কিন্তু প্রেগনেন্সির লক্ষণ দেখা দিতে শুরু করে।
ওষুধ
পিরিয়ডসের ওপর ওষুধের প্রভাব থাকে। স্টেরয়েড জাতীয় ওষুধ ক্ষতিকর। এর ফলে পিরিয়ডস মিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার থাইরয়েড ও ডায়বিটিজের ওষুধও পিরিয়ডস মিস হওয়ার জন্য দায়ী।
প্রি মেনোপজ
প্রায় ৫২ বছর বয়সে মেনোপজের সম্ভাবনা দেখা দিতে শুরু করে। তবে কোনও কোনও মহিলার মধ্যে ৪০ বছর বয়সে মেনোপজ হতে শুর করে। প্রি মেনোপজের সময় নিয়মিত পিরিয়ডস না-হওয়া সাধারণ বিষয়। এ সময় হরমোনে নানান পরিবর্তন দেখা দেয়। এমনকি অনেক সময় প্রেগনেন্সির লক্ষণ দেখা দিতে শুরু করে, যেমন- মুড সুইঙ্গ, স্তন কোমল হওয়া ইত্যাদি।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-16 12:15:22
Source link
Leave a Reply