হাইলাইটস
- আমাদের জীবনের সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে আছে খাওয়া দাওয়া।
- সুস্থ থাকতে আমাদের ভালো করে খেতেই হবে।
- মন ভালো রাখতে খেতে হবে। মন ভালো রাখতে রান্নাও কিন্তু দারুণ থেরাপি
যা যা লাগছে
চিকেন- ৫০০ গ্রাম (লেগপিস হলে ভালো)
বাসমতি রাইস- ১ চাপ
আদা-রসুনের মিশ্রণ- ২ চামচ
হলুদ-১ চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো- ১ চামচ
গরম মশলা গুঁড়ো- ১/২ চামচ
ধনে গুঁড়ো- ১/২ চামচ
টকদই- ৩ চামচ
লেবুর রস- ১/২ লেবু নিলেই চলবে
ঘি- ২ থেকে ৩ চামচ
গোটা গরম মশলা ( লবঙ্গ, এলাচ, জয়িত্রী)
পেঁয়াজ স্লাইস- একবাটি
ধনেপাতা কুচি- ১ চামচ
পুদিনা পাতা কুচি- ১ চামচ
টমেটো- ২ টো টুকরো করা
শাজিরে- ১/২ চামচ
কাঁচালঙ্কা- ৪টে
নুন, চিনি-স্বাদমতো
দেখুন রেসিপি ভিডিয়ো
যেভাবে বানাবেন- চিকেনের টুকরো ধুয়ে রাখুন। বাসমতী রাইস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ২০ মিনিট রাখুন। এবার একটা পাত্র নিয়ে ওর মধ্যে আদা-রসুনের মিশ্রণ, হলুদ গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, টকদই, লেবুর রস আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ওর মধ্যে চিকেনের টুকরো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন ১ ঘন্টা। এবার প্রেসার কুকারে ঘি দিন দু থেকে তিন চামচ। ঘি গরম হলেই ওর মধ্যে লবঙ্গ, এলাচ, জয়িত্রী, তেজপাতা আর পেঁয়াজের স্লাইস দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামী করে ভাজা হলে ওর মধ্যে চিকেনের টুকরো গুলো দিয়ে দিন। যে মশলা দিয়ে ম্যারিনেট করেছিলেন সেই মশলাও দিয়ে দিন। এবার ওর মধ্যে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি,টুকরো করা টমেটো দিয়ে দিন। ১/২ চামচ শাজিরে আর ৪টে কাঁচালঙ্কা দিন। স্বাদমতো নুন চিনি দিয়ে ১৫ মিনিট কষিয়ে নিন। এবার চাল দিন। চাল ভালো করে মিশিয়ে দুকাপ জল দিন। পুদিনা পাতা, ধনে পাতা ১ চামচ করে দিন। এবার প্রেসারের ঢাকা উল্টো করে লাগান। একদম কম আঁচে ১৫ মিনিট রান্না করুন। ১৫ মিনিট পর গ্যাস বন্ধ করে আরও ১৫ মিনিট রাখুন। ব্যাস তৈরি চিকেন তেহরি। গরম গরম পরিবেশন করে সবাই মিলে একসঙ্গে উপভোগ করুন আজকের এই স্পেশ্যাল ডিনার।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-14 19:13:45
Source link
Leave a Reply