হাইলাইটস
- অনলাইনে ভিডিয়ো রেকর্ডিং, অডিও রেকর্ডিং, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন-সহ বিভিন্ন উপায় অবলম্বন করে আপনি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে পারেন।
- এক্ষেত্রে প্রতি ভিউতে রোজগারের সুযোগ থাকে।
আপনার কোন একটি বিষয়ে দক্ষতা থাকলে ও ন্যূনতম প্রযুক্তিগত জ্ঞান থাকলে অনলাইনে পড়িয়ে আপনি রোজগার করতে পারবেন। অনলাইনে ভিডিয়ো রেকর্ডিং, অডিও রেকর্ডিং, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন-সহ বিভিন্ন উপায় অবলম্বন করে আপনি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে পারেন।
বিজ্ঞাপন দেখা যায় এমন প্ল্যাটফর্ম
YouTube-এর মতো এমন প্ল্যাটফর্মে আপনি ভিডিয়ো আপলোড করতে পারেন যেখানে বিনামূল্যে ভিডিয়ো দেখা যাবে। কিন্তু, বিজ্ঞাপনের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন। এর ফলে বিনামূল্যে ছাত্রছাত্রীরা ভিডিয়ো দেখতে পেলেও আপনার রোজগারের সুযোগ থাকবে। যদিও বিগত কয়েক বছর অ্যাড-ব্লকারের জনপ্রিয়তার কারণে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে রোজগার কমতে শুরু করেছে।
সাবস্ক্রিপশন মডেল
এছাড়াও আপনি সাবস্ক্রিপশন মডেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ছাত্রছাত্রীকে নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার সব কনটেন্ট দেখার সুযোগ দেবেন। যেহেতু মাসে কত সাবস্ক্রাইবার রয়েছে তা আপনার জানা তাই এই মডেলে মাসের শেষে কত রোজগার হবে তা জানা যাবে।
প্রতি ভিউতে রোজগার
এই মডেলে কোনও একটি কনটেন্ট একবার দেখার জন্য ছাত্রছাত্রীকে নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হবে। এর ফলে সম্পূর্ণ সাবস্ক্রিপশনের টাকা না দিয়ে খুব কম খরচে অল্প ভিডিয়ো দেখার সুযোগ থাকবে।
প্রিমিয়াম মেম্বারশিপ
প্রিমিয়াম মেম্বারশিপের মাধ্যমে আপনি ছাত্রছাত্রীদের আপনার প্রিমিয়াম কনটেন্টে আনলিমিটেড অ্যাকসেস দিতে পারেন। নির্দিষ্ট সময়ের জন্যই প্রিমিয়াম মেম্বারশিপ ওপেন রাখা যাবে। এই মডেলে একটি নির্দিষ্ট পরিমাণ খরচ করে আপনার সব কনটেন্ট আনলিমিটেড অ্যাকসেসের সুবিধা থাকবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং
আপনার প্ল্যাটফর্মে ভালো ট্রাফিক আসা শুরু হলে এই মডেল ব্যবহার শুরু করতে পারেন। ভিডিয়োর মধ্যে কোন একটি বিভাগ প্রাসঙ্গিক কোন একটি কোম্পানি স্পনসর করতে পারে। এছাড়াও পার্টনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইট অথবা ভিডিয়ো ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-14 14:29:03
Source link
Leave a Reply