কীভাবে প্রার্থীরা আবেদনপত্র জমা দেবেন?
Walk-in-interview-এর মাধ্যমে করা হবে এই নিয়োগ। প্রার্থীদের সাক্ষাৎকারের দিন সকালে সংস্থার অফিসে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সময় পেরিয়ে গেলে আর কোনও মতেই নাম নথিভুক্ত করা হবে না।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
- Contractual Drilling Headman: মোট শূন্য পদের সংখ্যা ৪। ইন্টারভিউ হবে ২৪ মে ২০২১।
- Contractual Drilling Rigman: মোট শূন্য পদের সংখ্যা ৫। ইন্টারভিউ হবে ২৭ মে ২০২১।
- Contractual Electric Supervisor: মোট শূন্য পদের সংখ্যা ৫। ইন্টারভিউ হবে ৩১ মে ২০২১।
- Contractual Chemical Assistant: মোট শূন্য পদের সংখ্যা ১০। ইন্টারভিউ হবে ৩ জুন ২০২১
- Contractual Assistant Rig Electrician: মোট শূন্য পদের সংখ্যা ১০।ইন্টারভিউ হবে ৭ জুন ২০২১
- Contractual Drilling Topman: মোট শূন্য পদের সংখ্যা ১৭।ইন্টারভিউ হবে ১০ জুন ২০২১
- Contractual Assistant Mechanic-Pump:মোট শূন্য পদের সংখ্যা ১৭। ইন্টারভিউ হবে ১৪ জুন ২০২১
- Contractual Gas Logger:মোট শূন্য পদের সংখ্যা ২০। ইন্টারভিউ হবে ১৭ জুন ২০২১
- Contractual Assistant Mechanic-ICE: মোট শূন্য পদের সংখ্যা ৩১। ইন্টারভিউ হবে ২২ জুন ২০২১
বয়সের ঊর্ধ্বসীমা
- Contractual Drilling Headman: এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Drilling Rigman: এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Electric Supervisor: এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Chemical Assistant:এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ -এর মধ্যে হতে হবে।
- Contractual Assistant Rig Electrician:এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Drilling Topman: এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Assistant Mechanic-Pump:এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Gas Logger:এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
- Contractual Assistant Mechanic-ICE:এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।
তফসিলি জাতি ও উপজাতির (SC/ST) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ও OBC (NCL) প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-07 13:19:16
Source link
Leave a Reply