হাইলাইটস
- বিশেষ বন্ধু ও নিকটাত্মীয়দের নিয়েই বিয়ে সম্পন্ন করুন।
- ভিনরাজ্যের অতিথিদের এই তালিকায় না-রাখাই ভালো
স্থান নির্বাচন
যে রাজ্য এবং শহরে বিয়ে হচ্ছে, প্রথমে সেখানকার করোনা সতর্কতাবিধি এবং নিয়মনীতি মাথায় রাখুন। করোনার নানান নিয়মনীতির কারণে রাজ্য বিশেষে বিয়ের ভেন্যুর অপশানও কম পাবেন। উপরন্তু বিয়ের অনুষ্ঠানের জন্য যে স্থান নির্বাচন করবেন, তার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাইজিনের ওপর বিশেষ নজর দিন।
অতিথিদের সংখ্যা
বিয়ে উপলক্ষে বর ও কনে দুই পরিবারের অতিথিরাই এসে থাকেন। কাছে-পিঠের আত্মীয় তো থাকেনই, এই বিশেষ উপলক্ষে আমন্ত্রিত হন ভিন রাজ্যের আত্মীয় ও বন্ধুরাও। তাই করোনা সংক্রমণের আবহে বিয়ে করে থাকলে অতিথি তালিকায় কিছু কাট-ছাঁট করতে হবে। প্রথমত বিশেষ বন্ধু ও নিকটাত্মীয়দের নিয়েই বিয়ে সম্পন্ন করুন। ভিনরাজ্যের অতিথিদের এই তালিকায় না-রাখাই ভালো। কারণ বিয়েতে উপস্থিত হওয়ার জন্য তাঁদের যাত্রা করতে হবে এবং এর ফলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। একান্তই যদি কাট-ছাঁট করতে না-পারেন, তা হলে ভিড় এড়ানোর জন্য, পৃথক পৃথক অনুষ্ঠানে পৃথক পৃথক অতিথিদের আমন্ত্রণ জানান। তবে কোনও রাজ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষ নির্দেশিকা থাকলে তা অবশ্যই পালন করে চলুন।
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
খাওয়া-দাওয়া ছাড়া বিয়ে বাড়ির কল্পনাও করা যায় না। অনেকে আবার কব্জি ডুবিয়ে খাবার স্বপ্নে বিভোর থেকেই বিয়ে বাড়িতে আসেন। সে ক্ষেত্রে খাওয়া-দাওয়ার পরিকল্পনা করার সময় অধিক সাবধানতা অবলম্বন করা উচিত। রান্নার স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় নজর দিন। এমন কোনও ক্যাটারারকে দায়িত্ব দিন, যাঁরা হাইজিন ও পরিচ্ছন্নতার বিষয়টিকে গুরুত্ব সহকারে পালন করে থাকে। ভিড় ও বেশি ছোঁয়াছুই এড়াতে ফুড বক্সেরও বন্দোবস্ত করতে পারেন।
মাস্ক ও স্যানিটাইজার
অনুষ্ঠানে স্যানিটাইজারের কোনও অভাব যাতে না-হয় সে বিষয় লক্ষ্য রাখবেন। বিয়ে বাড়ির প্রবেশদ্বারে স্যানিটাইজারের ব্যবস্থা করুন। বিয়ে উপলক্ষে পরিবারের সদস্যরা এবং অতিথিরাই যতই সাজগোজ করে আসুক না-কেন, মাস্ক পরতে ভুলবেন না কেউই। নিজের নিরাপত্তার জন্য মাস্ক পরার ক্ষেত্রে কোনও গাফিলতি করবেন না। প্রয়োজনে ট্রেন্ডি বা ডিজাইনার মাস্ক পরুন। বিয়ের বাড়ির লুকে কোনও ঘাটতি হবে না।
যতটা সম্ভব বিয়ের নানান অনুষ্ঠান কমান
যতটা সম্ভব কম অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন করুন। বর্তমানে, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের মতো অনুষ্ঠান অনেকেই ধুমধামের সঙ্গে করে থাকেন। সে ক্ষেত্রে এই অনুষ্ঠানগুলিকেও বাতিল করে, এক বা দুদিনে সমস্ত নিয়ম আচার সম্পন্ন করুন। এর ফলে দৌড়-ঝাপ ও ভিড় এড়ানো যাবে। বর ও কনের পরিবার মিলে এ বিষয় পরিকল্পনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিন।
এই করোনা আবহে বিয়ের আনন্দ যাতে কোনও ভাবে মাটি না-হয়, তার জন্য এই সমস্ত বিষয় উপেক্ষা করবেন না। এ ছাড়াও ব্যক্তিগত হাইজিনের বিষয়টিকেও মাথায় রাখবেন। যত ব্যস্ততার মধ্যেই থাকুন না-কেন, হাত স্যানিটাইজ করতে ভুলবেন না। একাধিক লোকের মাঝে থাকলে মাস্কটিকে অযথা থুতনি বা কানে ঝুলিয়েও রাখবেন না। অন্য কারও জন্য না-হলেও, নিজেকে সুস্থ রাখতে করোনা বিধি মেনে চলুন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-30 16:07:25
Source link
Leave a Reply