হাইলাইটস
- যে হারে করোনার দ্বিতীয় ঢেউ ঘায়েল করছে সকলকে, যে একটু কাশি হলেও আমরা এখন আতঙ্কিত হয়ে পড়ি। হওয়াটাই স্বাভাবিক।
- সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব।
- সোশ্যাল মিডিয়ায় করোনা নিরাময়ে কিছু টোটকা ছড়িয়ে পড়েছে।
সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব। সোশ্যাল মিডিয়ায় করোনা নিরাময়ে কিছু টোটকা ছড়িয়ে পড়েছে। যার মধ্যে অন্যতম গরম জল। সেখানে বলা হচ্ছে গরম জলের ভাপ নিলে ভাইরাস নাকি মরে যায়। যেমন সর্দি কাশি গলে গরম জলের ভাপ নিলে গলা নাক, কান খুলে যায় অনেকটা সেরকম ভাবতে শুরু করেছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট যা ইন্টারনেটে ঘুরছে। সেখানে বলা হয়েছে আপনি যদি নিরাপদে থাকতে চান এবং আপনার নাকের ভিতরে লুকিয়ে থাকতে পারে এমন করোনভাইরাসকে মেরে ফেলতে চান, তবে গরম জলে বাষ্প নেওয়া শুরু করুন। জনতার বিভ্রান্তি দূর করতে CDC নানা প্রশ্নের উত্তর দিচ্ছে। এবার যেমন উঠে এল করোনাভাইরাস এবং গরম জলের ভাপ ইনহেল করার পারস্পরিক সম্পর্কের বিষয়টি।
গরম জলের ভাপে মরে না ভাইরাস
করোনা হোয়াটস অ্যাপে সম্প্রতি ছড়িয়ে পড়েছে ম্যাসেজটি। যাকে করোনা মোকাবিলায় টোটকা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, সাধারণ সর্দি কাশির মতই গরম জলের ভাপ নিলে নাকি করোনা ভাইরাস মরে যাবে। যা একেবারেই সত্যি নয়। একেবারেই মিথ্যে রটনা। এই সব মেসেজে বিশ্বাস করে কেউ নিজের বিপদ ডেকে আনবেন না। কারণ করোনা ভাইরাসে হাজারো মানুষেক মৃত্যু ঘটছে গোটা বিশ্বে। এই সহজ পন্থায় এর নিরাময় হলে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী ঘোষণা করত না এবং এতজনের মৃত্যুও হত না। কাজেই এই গুজবে কান না দেওয়াই ভালো।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন সকলকে। তাঁদের মতে, এখনও পর্যন্ত এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি যে গরম জলের ভাপ ইনহেল করলে তা শরীরের ভিতরে গিয়ে কোভিড ১৯-এর ভাইরাসকে ধ্বংস করতে পারবে। তবে এই প্রক্রিয়া যে ফুসফুসের পক্ষে ক্ষতিকর সাব্যস্ত হবেই, সেটা বেশ জোর দিয়ে বলছেন তাঁরা। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এখন অত্যন্ত জরুরি। হোয়াটস অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় কোনও ভুয়ো খবরের ফাঁদে পা না দেওয়া এবং অন্যদেরও এই নিয়ে সতর্ক করা অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসের এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক তৈরি হয়নি। যার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-30 19:07:14
Source link
Leave a Reply