হাইলাইটস
- মানুষের পাশে দাঁড়ানোর এটাই সময়।
- আর তাই যেভাবে পারবেন সাহায্য করুন।
- সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেড, অক্সিজেনের খোঁজ দিন।
- পাশের বাড়ির কেউ করোনা আকান্ত হলে তাঁদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দিন
সাহস দিন- কোভিড সংক্রমণ, লকডাউন সব মিলিয়ে আবার অনেকেই কাজ হারানোর আশঙ্কা করছেন। কিন্তু তাঁদের সাহস যোগাতে হবে আপনাকেই। তাঁদের বলুন সোশ্যাল মিডিয়ায় সকলে এক হয়ে কীভাবে লড়াই করছেন। কীভাবে একে অপরের কাছে সহজেই পৌঁছে যাচ্ছেন। হোম আইসোলেশনে থেকেই বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন।
নিয়ম মেনে চলুন- WHO- এর তরফে যে সব সতর্কবার্তা দেওয়া হয়েছে, চিকিৎসকেরা যা বলছেন সব অক্ষরে অক্ষরে মেনে চলুন। মাস্ক পরুন। কিছু সময় অন্তর হাত ধোওয়া, বাইরে বেরোলেই স্যানিটাইজার ব্যবহার করা, জামা কাপড় ধুয়ে ফেলা, বাইরের সবজি ভালো করে ধুয়ে তবে ফ্রিজে তোলা এসব মেনে চলতেই হবে। কিন্তু ভয়ে দরজা জানালা বন্দ করে রাখবেন এরকমটা নয়।
শরীরচর্চা করুন- করোনার ভয়ে বাইরে হাঁটতে যাওয়া বন্ধ করে দিয়েছেন? জিমে যাওয়া বন্ধ? বাড়িতেই শরীরচর্চা করুন। যখনই সময় পাবেন তখনই করুন। এতে মন, শরীর ভালো থাকবে। ইমিউনিটিও বাড়বে। নিয়ম করে আসন করুন, প্রাণায়ম করুন। অন্তত ১৫ মিনিট করলেই কাজ হবে।
মনের ইচ্ছেমতো কাজ করুন- যে কাজ করে আপনি নিজে খুশি থাকেন তাই করুন। তা হতে পারে রান্না, হতে পারে বাগানের পরিচর্চা, ছবি আঁকা। যা খুশি তাই করুন। হাতের সামনে যে টুকু উপকরণ পাচ্ছেন তাই দিয়েই রান্না করুন। তবে খুব বেশি মশলাদার খাবার এই সময় নয়। ছবি তুলুন। সেই সঙ্গে অন্যকেও সাহায্য করুন। যেটুকু পারবেন। সবাই পরিস্থিতির শিকার। কাজেই কাউকে জোর করে দূরে সরিয়ে দেবেন না।
সমাজসেবামূলক কাজ- মানুষের পাশে দাঁড়ানোর এটাই সময়। আর তাই যেভাবে পারবেন সাহায্য করুন। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেড, অক্সিজেনের খোঁজ দিন। পাশের বাড়ির কেউ করোনা আকান্ত হলে তাঁদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দিন। বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পৌঁছে দিতে পারেন।
সবার সঙ্গে যোগাযোগ রাখুন- এই সময় যেমন কারোর বাড়ি যাবেন না তেমনই কাউকে বাড়িতেও আমন্ত্রণ জানাবেন না। বরং সবার সঙ্গে ফোনে যোগাযোগ রাখুন। ভিডিয়ো কল করুন। যিনি পরিবারের থেকে দূরে আছেন এই সময় তিনি নিজে যাবতীয় সতর্কতা মেনে চলুন। সেই সঙ্গে পরিজনদের আশ্বস্ত করুন যে আপনি ভালো আছেন। সবাই মন থেকে বলুন আমি ভালো থাকব। ভালো থাকতে চাই। তাহলেই হাতে হাত মিলিয়ে সুন্দর করে পৃথিবীকে গড়ে তুলতে পারব আমরা।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-28 13:56:36
Source link
Leave a Reply