নয়াদিল্লি: ভারতে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের গন্ডি পার করেছে। তার মধ্যে ভয় ধরাচ্ছে RT-PCR রিপোর্ট।পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে, কিন্তু শরীরে সংক্রমণের লক্ষণ স্পষ্ট। এমন পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বললেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) পরিচালক ডঃ রণদীপ গুলেরিয়া।করোনার নতুন স্ট্রেন কোভিডের জন্য নির্ধারিত পরীক্ষা- RT-PCRকেও ধোঁকা দিতে পারে। ভুল নেগেটিভ রিপোর্টের সংখ্যা বেড়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে এমনটি ঘটছে যে লক্ষণগুলি থাকার পরেও অনেকের রিপোর্ট নেগেটিভ আসছে।
এ সম্পর্কে কোভিড -১৯ কেন্দ্রীয় টাস্কফোর্সের সদস্য এবং এইমস ডিরেক্টর ডাঃ গুলেরিয়া বলেছেন যে, করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর শরীরে যদি কোভিডের লক্ষণ দেখা যায় তবে তাদের করোনা প্রোটোকলের আওতায় চিকিৎসা করা উচিত।তিনি বলেন যে, কোভিডের এই স্ট্রেন খুব সংক্রমক।যদি কেউ ১ মিনিটের জন্য এমন কোনও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসেন তবে সেও সংক্রমিত হয়ে পড়ছে।
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) অথবা আরটিপিসিআর টেস্ট, এতদিন এই দুইই ছিল করোনা ধরার অস্ত্র। নতুন স্ট্রেনে আর তেমনটা নয়। দেখা যাচ্ছে রিপোর্ট নেগেটিভ এসেছে। বাড়ি গিয়ে ফের জ্বর এসেছে রোগীর। ইতিমধ্যেই গুজরাটে এমন অসংখ্য রোগীর খোঁজ পাওয়া গিয়েছে।
এইমস-এর প্রধান কি নির্দেশ দিলেন
এইমস-এর প্রধান বলেন, এই ক্ষেত্রে ডাক্তাদের রেডিওলজিকাল ডায়াগনোসিস করা উচিত।যদি সিটি স্ক্যানে করোনার লক্ষণগুলি দেখা যায় তবে কোভিড প্রোটোকলের অধীনে চিকিৎসা শুরু করা উচিত।সংক্রমণের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় এই রিপোর্ট আসতে দেরি হচ্ছে।তাৎপর্যপূর্ণভাবে, কোভিডের লক্ষণগুলির মধ্যে স্বাদ এবং গন্ধ হ্রাস পাওয়া, ক্লান্তি, জ্বর এবং সর্দি-কাশি, গলা ব্যথা, ডায়রিয়া অন্তর্ভুক্ত।
কেন বাড়ছে নেগেটিভের সংখ্যা?
অনেকেই অভিযোগ করছেন RT-PCR রিপোর্ট ভুল আসছে। করোনাও নমুনা নেওয়ার ভুল পদ্ধতির জন্যে এই সমস্যা দেখা দিচ্ছে। নমুনা ঠিকভাবে সংরক্ষণ হচ্ছে না। সেই কারণে রিপোর্ট নেগেটিভ আসছে। এর পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে ভাইরাসের দ্বিতীয় স্ট্রেইনের কারণে RT-PCR রিপোর্টও ভুল হতে পারে। শরীরের ইমিউন ক্ষমতা ডাবল মিউট্যান্ট ভাইরাস সনাক্ত করতে সক্ষম নয়।যার কারণে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।RT-PCR রিপোর্টে ধরা পড়ছে না।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-28 17:57:10
Source link
Leave a Reply