হাইলাইটস
- যে কোনও সমস্যায় একে অপরের পাশে থাকুন।
- কখনও কাউকে দূরে সরিয়ে দেবেন না
শেষপর্যন্ত তারা দুজনেই ঠিক করল অন্যত্র কোথাও বাড়িভাড়া নিয়ে থাকবে। তবে উইকএন্ডটা থাকবে শ্বশুরবাড়িতে। সায়নের বাড়িতে অবশ্য এসব নিয়ে কোনও ঝামেলা ছিল না। ছেলে-বৌমার সিদ্ধান্তে তার মা-বাবা আপত্তি করেননি। এখন তারা দুজনেই দিব্যি সুখে ঘর করছে। হাতে হাত মিলিয়ে কাজ করছে। ঘর পরিষ্কার, বাজার দোকান, রান্না সব নিজেরাই করছেন। অন্যদিকে গত মার্চে বিয়ের পরপরই লকডাউনের মধ্যে পড়ে যায় পিঙ্কি আর সুমন। বিয়ের আগে দুজনে কোনও দিন বাড়ির বাইরে থাকেনি। কাজ ও তেমন বিশেষ জানত না। কিন্তু পরের দিকে নিজেরা দিব্যি সব সামলে নিতে শিখে গিয়েছে। কদিন আগে বাড়িতেই সেলিব্রেট করল প্রথম বিবাহবার্ষিকী।
সেদিন পিঙ্কির হাতের রান্না খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। মে এমন সুন্দর গুছিয়ে সংসার করছে দেখে খুশি পিঙ্কির মাও। তবে একসঙ্গে থাকতে গিয়ে দুজনের মধ্যেই এসেছে অনেক রকম পরিবর্তন। সেই সঙ্গে দায়িত্বও বেড়েছে। এমনকী বোঝাপড়াও অনেক ভালো হয়েছে। দীর্ঘ পাঁচ বছর প্রেম করে মনের মানুষটিকে যত না চিনেছেন তাঁর থেকেও অনেক বেশি চিনেছেন একসঙ্গে ছাদের তলায় থাকতে গিয়ে। এভাবে একসঙ্গে বাড়িতে থেকে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা দুজনেই খুব খুশি। আর তাই বাকি কাপলদের জন্য টিপস রইল তাঁদের তরফ থেকে-
একে অপরের পাশে থাকুন- যে কোনও সমস্যায় একে অপরের পাশে থাকুন। কখনও কাউকে দূরে সরিয়ে দেবেন না। যদি কোনওদিন স্ত্রীয়ের অফিসের কাজে চাপ বেশি থাকে সেদিন না হয় আপনি রান্নাটা এগিয়ে দিন। মিটিং এর মাঝে তাঁচে চা করে দিলে তিনি খুশিই হবেন।
সব কাজে হাত লাগান- এতদিন বাড়িতে হয়তো জলটাও গড়িয়ে খাননি। বাজারের ব্যাগ? বাথরুম পরিষ্কার? সেতো অলীক কল্পনা। কিন্তু এখানে দুজনকেই কাজ ভাগ করতে হবে। একজন বাজার, বাইরের কাজ সামলালে অন্যজন ঘরের কাজ সামলে নিন।
রান্নাকরুন জমিয়ে- নতুন ল্যাব, সুতরাং ছুরি কাঁচি নিয়ে এক্সপেরিমেন্ট করতে দোষ কি! দুজনে মিলেই রান্না করুন। প্রথম প্রথম ভুল তো হবেই। রুটি গোল হবে না, পুড়ে যাবে। কিন্তু এভাবেই হয়ে উঠবেন রন্ধন পটিয়সী। নিজেরা রান্না করলে সম্পর্কও দৃঢ় হয়।
ওয়ার্কআউট করুন- বাড়িতে হয়তো নিজের মতো করে গড়িমসি করে ঘুম থেকে উঠতেন। কিন্তু এখন আর তা করলে চলবে না। সময়মতো ঘুম থেকে উঠে পড়ুন। দুজনে একসঙ্গে ওয়ার্ক আউট করে কাজে বসুন। মনে রাখবেন ব্রেকফাস্টটাও আপনাদেরই বানাতে হবে।
কেউ কখনও কাউকে খোঁটা দেবেন না- কোনও মানুষই কখনও সম্পূর্ণ পারফেক্ট হন না। কাজেই তাঁর কাজে খুঁত ধরে তাঁকে খোঁটা দেবেন না। অপমান করবেন না। এতে তিনি মনে কষ্ট পাবেন। সেই সঙ্গে সম্পর্কে বাড়বে দূরত্ব। এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই সম্পর্ক হবে সুন্দর।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-28 15:35:21
Source link
Leave a Reply