- Nursing Superintendent: এই পদে মোট ৮৩ জনকে নিয়োগ করা হবে।
- Physiotherapist: এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে।
- ECG Technician: এখানে মোট শূন্য পদের সংখ্যা ৪
- Hemodialysis Technician: এখানে মোট শূন্য পদের সংখ্যা ৩
- Hospital Assistant: এখানে মোট শূন্য পদের সংখ্যা ৪৮
- Housekeeping Assistant: এখানে মোট শূন্য পদ ৪০
- Lab Assistant: এখানে মোট শূন্য পদ ৯
- Radiographer: এখানে মোট শূন্য পদ ৩
শিক্ষাগত যোগ্যতা
Nursing Superintendent: এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই Indian Nursing Council অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ বছরের General Nursing and Midwifery কোর্স অথবা B.Sc (Nursing) অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
Physiotherapist: Physiotherapist পদে আবেদনকারী ব্যক্তির অবশ্যই কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Physiotherapy-তে স্নাতক ও অন্তত ১০০ শয্যা থাকা কোনও একটি সরকারি অথবা বেসরকারি হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
ECG Technician: এই পদে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই সায়েন্স নিয়ে দ্বাদশ শ্রেণি অথবা স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ECG Laboratory Technology/Cardiology/Cardiology Technician/Cadiology Techniques-এর মতো বিষয়ে কোন এক নাম করা প্রতিষ্ঠান থেকে Certificate/Diploma/Degree কোর্স অবশ্যই করা থাকতে হবে।
Hemodialysis Technician: এই পদের আবেদনকারী ব্যক্তির B.Sc ডিগ্রি অবশ্যই থাকা প্রয়োজন। এছাড়াও Hemodialysis-এর উপর ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এছাড়াও কোন একটি নামি সংস্থার সঙ্গে ২ বছরের ট্রেনিং অথবা কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন
এবার দেখে নেওয়া যাক কোন পদের জন্য কত টাকা মাসিক বেতন ধার্য করা রয়েছে-
Nursing Superintendent: মাসিক বেতন ৪৪,৯০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
Physiotherapist: মাসিক বেতন ৩৫,৪০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
ECG Technician: মাসিক বেতন ২৫,৫০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
Hemodialysis Technician: মাসিক বেতন ৩৫,৪০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
Hospital Assistant: মাসিক বেতন ১৮,০০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
Housekeeping Assistant (Medical): মাসিক বেতন ১৮,০০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
Lab Assistant: মাসিক বেতন ২১,৭০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
Radiographer: মাসিক বেতন ২৯,২০০ টাকা (সঙ্গে D.A ও অন্যান্য সুবিধে)
বয়স
Nursing Superintendent: বয়স হতে হবে ২০ থেকে ৪০-এর মধ্যে।
Physiotherapist: বয়স হতে হবে ১৮ থেকে ৩৩-এর মধ্যে।
ECG Technician: বয়স হতে হবে ১৮ থেকে ৩৩-এর মধ্যে।
Hemodialysis Technician: বয়স হতে হবে ২০ থেকে ৩৩-এর মধ্যে।
Hospital Assistant: বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে।
Housekeeping Assistant (Medical): বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে।
Lab Assistant: বয়স হতে হবে ১৮ থেকে ৩৩-এর মধ্যে।
Radiographer: বয়স হতে হবে ১৯ থেকে ৩৩-এর মধ্যে।
SC, ST প্রার্থীদের জন্য ৫ ও OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়।
কীভাবে করা হবে নিয়োগ?
টেলি-কনফারেন্স ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-26 13:40:31
Source link
Leave a Reply