দাবি
গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে টিকা সংক্রান্ত একাধিক তথ্য। রটে যায় ঋতুস্রাব চলাকালীন টিকা নেওয়া যাবে না। তা নিয়ে নানা রকম তথ্যও সামনে আসে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় গুজব। একাধিক তথ্যে বিভ্রান্তির শিকার হন মহিলারা। আশঙ্কায় টিকা নেওয়ার সিদ্ধান্তও বদল করে ফেলেন অনেকে।
সত্য-তথ্য
গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভ্রান্তি কাটাতে আসরে নামে কেন্দ্রীয় সরকার ()। একটি বিবৃতি দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য ১ মে থেকে টিকাকরণের ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু সম্প্রতি গুজব ছড়িয়েছে। তথাকথিত বিশেষজ্ঞদের মুখে কথা বসিয়ে বলা হচ্ছে, ঋতুচক্র অনুযায়ী, ঋতুস্রাবের পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরে টিকা নেওয়া উচিত নয়। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র তরফে বলা হয়, ‘ঋতুচক্রের পাঁচ দিন আগে ও পরে মহিলাদের টিকা নেওয়া উচিত নয় বলে নেটমাধ্যমে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই ভুয়ো। গুজবে কান দেবেন না। ১ মের পর ১৮ বছরের ঊর্ধ্বে সকলের টিকা নেওয়া উচিত। ২৮ এপ্রিল থেকে নামের নথিভুক্তিকরণ শুরু হচ্ছ।’
অনুসন্ধান
চিকিৎসক এবং সমাজকর্মীদের মুখেও একই কথা শোনা গিয়েছে। ঋতুস্রাবের সঙ্গে করোনা টিকার কোনও যোগ নেই বলে জানিয়েছেন তাঁরা। আমেরিকার ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে ইয়েল স্কুল অব মেডিসিনে কর্মরত অ্যালিস লুকালিগান এবং র্যান্ডি এপস্টিন লেখেন, ‘এখনও পর্যন্ত এমন কোনও তথ্য হাতে আসেনি, যা প্রমাণ করে করোনা প্রতিষেধকের সঙ্গে ঝতুস্রাবের কোনও সংযোগ রয়েছে।’
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-04-25 20:19:31
Source link
Leave a Reply