সহজেই সমাধান সম্পর্কের সমস্যার! রইল জরুরি কিছু পরামর্শ
জানুন
সরাসরি কথা বলুন
কোনও ভনিতা নয়। যা বলবেন সরাসরি বলুন। এতে দুজনেরই বুঝতে সুবিধা হবে। ভুল হলে শুধরে নিন। সমস্যা কমবে।
কেউ কাউকে দোষ দেবেন না
একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার অভ্যেসটা ছাড়ুন। এতে সমস্যার তো কোনও সমাধান হয় না বরং উল্টো চাপ বাড়ে। সম্পর্কে রাগ আক্রোশ বাড়ে। আর খুব তাড়াতাড়ি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তুলনা নয়
সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা নয়। নিজেদের সম্পর্ক যেমন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। তুলনা টানলে অশান্তি আসবেই।
অভিযোগ
অভিগোয নয় সব বিষয়ে। বরং নিজে সমাধান করার চেষ্টা করুন। যাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন এতে তিনি বিরক্ত হয়ে যাবেন। এতে সমস্যা আরও বাড়বে।
একে অন্যের কথা শুনুন
একে অন্যের কথা শুনুন। যখন কেউ কথা বলছেন তখন ফোন না ঘেঁটে মন দিয়ে তাঁর কথা শুনুন। আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলুন। এতেই দৃঢ় হবে সম্পর্কের বন্ধন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-23 16:11:22
Source link
Leave a Reply