হাইলাইটস
- করোনাভাইরাসের (Coronavirus) ‘ডাবল মিউট্যান্ট’ আতঙ্ক কাটতে না কাটতেই এ বার চিন্তা বাড়াচ্ছে ট্রিপল মিউট্যান্ট (Triple Mutant Corona)।
- এই ট্রিপল মিউট্যান্ট আরও শক্তিশালী বলেই মত বিশেষজ্ঞদের।
কোভিডের ট্রিপল মিউট্যান্টস এই অঞ্চলে পাওয়া গেছে
বিশেষজ্ঞদের মতে, এই নয়া স্ট্রেনের দাপটেই বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রামক শক্তি অনেক বেশি তো বটেই, শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে এই নয়া স্ট্রেনে আক্রান্তদের। বিশেষজ্ঞদের সতর্কবাণী, ঠিক সময় লাগাম পরানো না গেলে এ বার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দিল্লিতেও এই ট্রিপল মিউট্যান্টের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
কোভিডের ৪টি নতুন রূপ যা এখন পর্যন্ত বিশ্বে ছড়িয়ে পড়েছে
প্রথম রূপটি ছিল B.1.1.7- এটি যুক্তরাজ্যের স্ট্রেন হিসাবে পরিচিত। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব দিকে এই ভাইরাসটি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, এই রূপটি পুরনোর চেয়ে ৪০-৭০% বেশি সংক্রামক। এর ফলে মৃত্যুর ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়। এর পরে ব্রাজিলে নতুন ভেরিয়েন্ট E484K সন্ধান পাওয়া যায়। এগুলিকে আগের মিউট্যান্টসের চেয়েও বিপজ্জনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার B.1.351 ব্রিটেন-সহ কমপক্ষে ২০টি দেশে পাওয়া গেছে। এটি রূপান্তরিত হয়ে E484K-তে অন্তর্গত হয়েছে। অ্যান্টিবডিগুলিকে ডজ করার ক্ষেত্রে কার্যকর বলে প্রমাণিত হয়েছিল। এর পর N501 আরও মারাত্মক হয়ে ওঠে।
করোনার এই রূপগুলি ভারতে পাওয়া যায়
ভারতীয় ওরিজিন করোনার দ্বৈত মিউট্যান্ট রূপটি, যা বিজ্ঞানীরা B.1.617 নাম দেওয়া হয়। মার্চ মাসে এর রূপটি চিহ্নিত করা হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে এতে সংক্রামিত হয়েছেন অনেকই। করোনার দ্বিতীয় রূপে উপস্থিত E484Q এবং L452R রূপান্তর সংক্রমণের সংখ্যা আরও বাড়িয়ে দেয়, ফলে অ্যান্টিবডির মাধ্যমে তা রোধ করা যাবে না।
ট্রিপল মিউট্যান্টস কতটা বিপজ্জনক?
বিশেষজ্ঞদের মতে, ভাইরাস যত ছড়ায় সেটির মিউটেশনের হারও তত বৃদ্ধি পায়। এই নয়া স্ট্রেনটি শিশুদেরও সংক্রমিত করছে। তবে এখনও পর্যন্ত এই নয়া ভ্যারিয়্যান্ট নিয়ে বিশেষ কোনও তথ্য নেই বিজ্ঞানীদের কাছে। যে কারণে আপাতত ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’-এর বদলে ‘ভ্যারিয়্যান্ট অব ইন্টারেস্ট’-এর তালিকাতেই রাখা হয়েছে এটিকে।
তথ্য সৌজন্য: NBT
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-23 13:59:40
Source link
Leave a Reply