হাইলাইটস
- নয়া স্ট্রেনের দাপটেই বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
- সংক্রামক শক্তি অনেক বেশি তো বটেই, শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে এই নয়া স্ট্রেনে আক্রান্তদের।
- বিশেষজ্ঞদের সতর্কবাণী, ঠিক সময় লাগাম পরানো না গেলে এ বার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে কোভিডের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। ডায়াগনস্টিক ল্যাব জেনস্ট্রেক্স ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা-পরিচালক ডঃ গৌরি আগরওয়াল জানিয়েছেন, এবার প্রবীনদের তুলনায় তরুণরা বেশি সংক্রামিত হচ্ছেন। তরুণদের মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ রয়েছে। ভাইরাস যত ছড়ায় সেটির মিউটেশনের হারও তত বৃদ্ধি পায়। এই নয়া স্ট্রেনটি শিশুদেরও সংক্রমিত করছে।
দেশে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ প্রজন্ম
চিকিত্সক গৌরী আগরওয়াল জানিয়েছেন, এইবার বেশি কোভিড আক্রান্ত হচ্ছেন তরুণরা। আর সেই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন উপসর্গ কেউ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, লাল চোখ, মাথা ব্যথা-সহ বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে। এদের মধ্যে কারোরই জ্বর হয়নি। যার ফলে সরকার কোভিড পরীক্ষার প্রক্রিয়াটি বাড়িয়ে দিয়েছে এবং ১ মে থেকে ১৮ বছরের কম বয়সীদের সকলকে টিকা দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বলেছেন, রাজ্যের নতুন রোগীদের ৬৫ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে।
করোনার দ্বিতীয় ঢেউ শিশুদের জন্য বিপজ্জনক
মুম্বাইয়ের পিডি হিন্দুজা ন্যাশনাল হাসপাতালের পরামর্শক এবং মহারাষ্ট্রের সিডিড -১৯-এর সদস্য খুসরব বাজান বলেছেন, ‘আমরা ১২-১৫ বছরের কমবয়সী শিশুদের মধ্যে করোনার সংক্রমণের দেখা যাচ্ছে। প্রথমবারের তুলনায় দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক হয়ে উঠেছে শিশুদের ক্ষেত্রে।
এবার খুব দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে
গোটা দেশজুড়ে ক্রমেই আরও ভয়াবহ রূপ ধারণ করছে মারণ করোনা। এমনকী দৈনিক আক্রান্তের নিরিখেও তৈরি হয়েছে নিত্যনতুন রেকর্ড। দেশে এক দিনে ৩ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দেশে তো বটেই, বিশ্বেও এই প্রথম কোনও একটি দেশে একদিনে ৩ লক্ষাধিক আক্রান্ত হলেন। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে দেশে আক্রান্ত সংখ্যা ১ লক্ষ পেরোয়নি। এ বছর ৫ এপ্রিল প্রথমবার দৈনিক আক্রান্ত ১ লক্ষ পেরোয়। তার ১০ দিন পর, ১৫ এপ্রিল ছাড়ায় দু’লক্ষের গণ্ডি। এর এক সপ্তাহ পরই ছাড়াল তিন লক্ষ। চিকিৎসকদের মতে,এবার ডাবল মিউট্যান্ট মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বার বার হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং জনবহুল জায়গাগুলি এড়িয়ে যাওয়া শ্রেয়।
তথ্য সৌজন্য: নব ভারত টাইমস।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-04-22 14:13:01
Source link
Leave a Reply