নিজস্ব প্রতিবেদন: করোনা রোগীদের উপরে অ্যান্টি ভাইরাল ওষুধ Remdesivir প্রয়োগের ব্যাপারে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। এবার করোনা চিকিত্সায় ওষুধের তালিকা থেকে Remdesivir-কে বাতিল করল WHO।
আরও পড়ুন-শীতলকুচি করার ইচ্ছে আছে? প্রতাপপুরে পুলিসের সামনে মাতব্বরি TMC নেতার
উল্লেখ্য, সোমবার দিল্লি এইমসের(AIIMS) ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এনিয়ে সতর্ক করেন। তিনি বলেন, করোনা চিকিত্সায় Remdesivir এর কোনও ভূমিকাই নেই। Remdesivir একমাত্র সেই রোগীকেই দেওয়া যেতে পারে যিনি করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, শরীরে অক্সিজেন কম যাচ্ছে, এক্স রে বা সিটি স্ক্যানে বুকে কোনও সংক্রমণ ধরা পড়েছে। জেনে রাখা ভালো Remdesivir কোনও ম্য়াজিক ড্রাগ নয়। করোনায় মৃত্যু কম করার ক্ষেত্রে এর তেমন কোনও ভূমিকাও নেই। যেসব রোগীর মধ্যে খুব কম করোনার(Covid-19) উপসর্গ রয়েছে তাদের Remdesivir দিলে যেমন কোনও কাজ হয় না। তেমনি এটি দিতে দেরি করলেও কোনও কাজ হয় না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে শুক্রবার বলা হয়েছে, করোনার ওষুধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে Remdisivr-কে। এখন থেকে ওই ওষুধ আর করোনা চিকিত্সায় ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন- Covid সংক্রমণে বিশ্বরেকর্ড, ৩ লাখের গন্ডি পার করল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
প্রসঙ্গত, বর্তমানে দুনিয়ার ৫০ দেশে করোনা চিকিত্সায় ব্যবহার করা হয় অ্যান্টি ভাইরাল ড্রাগ Remdisivr। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) চিকিত্সাতেও এটি ব্যবহার করা হয়েছিল। ভারতে এই ওষুধ তৈরির জন্য একাধিক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে এর প্রস্তুতকারক সংস্থা Gilead। ডা রেড্ডিজ ল্য়াব, জাইডাস ক্য়াডিলা, সিপলা-র মতো কোম্পানি করোনা রোগীদের জন্য এদেশে জেনেরিক Remdisivr তৈরি করতে শুরু করে দিয়েছে। তার মধ্য়েই হু এমন নির্দেশিকা জারি করল। হু-র তরফে আরও বলা হয়েছে, হাসপাতালে যেসব করোনা রোগী ভর্তি রয়েছেন তাদের জন্য রেমডিসিভির দেওয়ার কথা কখনওই বলা হয়নি। কারণ এই ওষুধ মৃত্যু ঠেকিয়ে দিতে পারে এমন কোনও প্রমাণ মেলেনি।
Zee24Ghanta: Health News
2021-04-22 13:19:07
Source link
Leave a Reply