হাইলাইটস
- সন্তানকে ডিসিপ্লিন শেখানোর জন্য ওকে প্রয়োজন ও চাহিদার মধ্যে পার্থক্য করতে শেখান।
- তবে তার মানে এই নয় যে ও কিছু চাইলেই সঙ্গে সঙ্গে সেটা খারিজ করে দেবেন।
- আগে ওর কথা শুনুন, তারপর ভেবে দেখুন, যেটা চেয়েছে সেটা জরুরি কিনা।
* কখনও অন্য কারোর সামনে সন্তানকে বকাঝকা করবে না। বিশেষ করে যখন ওকে ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করছেন, তখন পাবলিক শেমিং করলে ও উলটে খারাপ অভ্যেস রপ্ত করে ফেলতে পারে। ওর ভালোর জন্য কী বলা হচ্ছে, সেদিকে মন না দিয়ে ওকে যে সবার সামনে বকা হচ্ছে, তার জন্য ও অপমানিত বোধ করতে পারে। তাই সন্তান কিছু ভুল করলে ওকে আড়ালে ডেকে শাসন করুন।
* সন্তানকে ডিসিপ্লিন শেখানোর জন্য ওকে প্রয়োজন ও চাহিদার মধ্যে পার্থক্য করতে শেখান। তবে তার মানে এই নয় যে ও কিছু চাইলেই সঙ্গে সঙ্গে সেটা খারিজ করে দেবেন। আগে ওর কথা শুনুন, তারপর ভেবে দেখুন, যেটা চেয়েছে সেটা জরুরি কিনা। জরুরি না হলে ওকে বুঝিয়ে বলুন, কেন ওই জিনিসটা তখনই কিনে দেওয়া যাবে না।
* কোনও নির্দেশ দিলে সেই মতো কাজ করতে বড়দের থেকে বাচ্চারা একটু বেশি সময় নেয়। তাই কোনও নিয়ম বেঁধে দিলে সেই নিয়ম কেন ঠিক করা হল, এতে ওর কী ভালো হবে, তা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন।
* বাচ্চারা একই সময়ে সরল এবং অবাধ্য হয়ে উঠতে পারে। ওদের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম থাকে। কোনও কথা যে অন্য কারোর খারাপ লাগতে পারে, সেটা না বুঝেই অনেক সময় ওরা অনেক কথা বলে দেয়। তাই ওদের সব কথা সব সময় ধরবেন না। তবে বড়দের যে সম্মান করতে হয় এবং কোন ধরনের কথা কাউকে বলতে নেই, তা ওকে বুঝিয়ে বলুন।
* বাচ্চারা ভুল করবেই। সব কিছু নিয়ে বকাঝকা করতে যাবেন না। এক নাগাড়ে যদি ওদের সব কিছু নিয়ে শাসন করেন, তাহলে একটা সময়ের পরে আপনার শাসনটা ওর কাছে গুরুত্বহীন হয়ে পড়বে।
* বাচ্চা জেদ করতেই পারে। ওর জেদ সামলানোর জন্য কখনোও ঘুষ দেওয়ার পথ নেবেন না। এতে কিন্তু ওর অভ্যেস হয়ে যাবে। আপনার থেকে জিনিস পাওয়ার জন্য ও আরও বেশি বেশি করে জেদ করবে।
* সব বাচ্চা এক রকম হয় না। তাই অন্য বাচ্চাদের সঙ্গে ভুলেও আপনার সন্তানের তুলনা করবেন না। অন্য কেউ যেটা পারে, সেটা হয়তো ও পারে না। কিন্তু ও যেটা পারে, সেটাও হয়তো অন্য কেউ পারে না।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-20 16:12:29
Source link
Leave a Reply