হাইলাইটস
- মালবাজার থেকে পনেরোশো টাকায় গাড়ি ভাড়া করে চলেছি রকি আইল্যান্ড।
- ডুয়ার্স লাগোয়া কালিম্পঙের গরুবাথান, নেওড়া ভ্যালির লুকিয়ে থাকা অপরূপ জায়গাগুলো দেখে চোখ স্বার্থক করেছি তাই অার আজ ট্যুরের শেষ ঠিকানা রকি আইল্যান্ড আমায় তেমন ভাবে টানছিল না।
- ঘুমিয়ে ঘুমিয়ে চলেছি শেষ ডেস্টিনেশন রকি আইল্যান্ড। গাড়িটা একটা লোহার ব্রিজের উপর থামলো। আমি ঘুমন্ত চোখে রকির দুরন্ত রূপ দেখে ঘাবরে গেলাম।
মালবাজার থেকে পনেরোশো টাকায় গাড়ি ভাড়া করে চলেছি রকি আইল্যান্ড। ডুয়ার্স লাগোয়া কালিম্পঙের গরুবাথান, নেওড়া ভ্যালির লুকিয়ে থাকা অপরূপ জায়গাগুলো দেখে চোখ স্বার্থক করেছি তাই অার আজ ট্যুরের শেষ ঠিকানা রকি আইল্যান্ড আমায় তেমন ভাবে টানছিল না। ঘুমিয়ে ঘুমিয়ে চলেছি শেষ ডেস্টিনেশন রকি আইল্যান্ড। গাড়িটা একটা লোহার ব্রিজের উপর থামলো। আমি ঘুমন্ত চোখে রকির দুরন্ত রূপ দেখে ঘাবরে গেলাম।
কি ভয়ঙ্কর এর রূপ, একটা লোহার ব্রিজ আছে পাহাড়ি সেই নদী ওপর থেকে বড় বড় পাথরের উপর পড়ছে আর দুরন্ত গতিতে বয়ে চলেছে এটাই নাকি মূর্তি নদী। ভুল করেও কেউ পাথরে উঠবেন না। মেটলী, ছোট ফাগু, বড় ফাগু হয়ে দেড় ঘণ্টায় পৌঁছালাম রকি আইল্যান্ড। থাকার হোমস্টে আছে। এখানে থাকা খাওয়া ৮৫০ থেকে ১০০০ দিন ও জন প্রতি। বর্ষায় রকি আইল্যান্ড ভয়ঙ্কর রূপ। আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল তাই অকাল বৃষ্টি থেকে বেরিয়ে আসা রকি আইল্যান্ড দেখে ঈশ্বর কে প্রণাম জানালাম ওখানে দাঁড়িয়ে ।
আপনি ঐ দুরন্ত স্রোতে সাঁতার না কাটতে পারলেও সেই দুষ্টু ছট্ফটে নদীটা কিন্তু পাথরের গায়ে আছরে পরে আপনার সারা শরীরটাকে ওর শীতল স্পর্শে কখন সিক্ত করে দিয়েছে তা আপনি জানতেও পারবেন না। বর্ষায় ডুয়ার্স যারা দেখেছেন তারাই একমাত্র দুয়ার্স কে ভালোবেসেছেন। জঙ্গল, পাহাড়, ঝর্না আর খোলা নিয়েই ডুয়ার্স। শীতকালে কুয়াশার সাথে লুকোচুরি খেলা , বর্ষায় সবুজের সাথে রং মাখা, শরৎ এ নীল আকাশের মাঝে উড়ে বেড়ানো। ডুয়ার্স আমার কাছে নব যৌবনের প্রতীক।
কেমন করে যাবেন
মালবাজার স্টেশন থেকে গাড়িতে দের ঘন্টা লাগে রকি আইল্যান্ড।
রকি আইল্যান্ডকে ঘিরে আছে , সামসিং, চাপড়ামারি, গরুমারা নকশাল মৌরি, লাটাগুড়ি ফরেস্ট , মূর্তি নদী, ডামডিম, দলগাঁও, বিন্দু, প্যারেন, জলঢাকা, কুমাই এই সব দর্শনীয় স্থান গুলো ৫ থেকে ৩০ কি মি এর মধ্যে।
(লেখক পরিচিতি: পেশা ভিন্ন হলেই ভ্রমণের টানে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। বছরভর ভ্রমণেই কেটে যায় তাঁর। ভ্রমণ সংক্রান্ত লেখালেখি প্রায় ১০ বছর।)
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-20 19:17:40
Source link
Leave a Reply