নিজস্ব প্রতিবেদন: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেল। দ্বিতীয় করোনার ঢেউয়ে এটাই প্রথম। গোটা বিশ্বে আমেরিকার পাশাপাশি আক্রান্ত সংখ্যার এমনই ভয়ঙ্কর শুধুমাত্র ভারতে। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩৯ জন। যা মোট করোনা আক্রান্তের সংখ্যাকে পৌঁছে দিল প্রায় ১ কোটি ৪০ হাজারে।
গত বছর একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেনি। পরিসংখ্যান বলছে করোনার প্রথম ঢেউয়ে এতটা ভয়াবহ হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ যে কতটা সাংঘাতিক তা স্পষ্ট আক্রান্তের সংখ্যায়।
India reports 2,00,739 new #COVID19 cases, 93,528 discharges and 1,038 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,40,74,564
Total recoveries: 1,24,29,564
Active cases: 14,71,877
Death toll: 1,73,123Total vaccination: 11,44,93,238 pic.twitter.com/B5quloIUjH
— ANI (@ANI) April 15, 2021
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের দোরগোড়ায়। সুস্থ হওয়ার হার ৯৩.১৬ শতাংশ। সেখানে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ছুঁইছঁই।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,০৩৮। ভ্যাকসিন নিয়েছে ১১,৪৪,৯৩,২৩৮ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লক্ষ।
Zee24Ghanta: Health News
2021-04-15 10:45:02
Source link
Leave a Reply