হাইলাইটস
- লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
- করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় পরিস্থিতি ক্রমেই বেসামাল হচ্ছে দেশে। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক দিনে।
- টিকা নেওয়ার পরেও করোনা পজিটিভ ইচ্ছে অনেকেরই।
এই কারণেই ভ্যাকসিন নিয়ে মানুষের মনে নানা সন্দেহ বা মিথ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াযও এই নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। তবে, এই তথ্য বিভ্রান্তির জেরে মানুষের মনে নানা সন্দেহ তৈরি হচ্ছে। অনেকেই বুঝতে পারছেন না, কোনটা বিশ্বাস করবেন আর কোনটা নয়। সেই বিভ্রান্তি দূর করতেই জেনে নিন ভ্যাকসিন সম্পর্কিত কিছু সঠিক তথ্য
১. ভ্যাকসিন অবশ্যই সুরক্ষা দেবে
প্রথম বিভ্রান্তি হল কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা হতে পারে। তবে এটি একেবারে সত্য নয়। একটি জিনিস আমাদের জানা উচিত যে ,ভ্যাকসিন সংক্রমণের প্রভাব হ্রাস করতে সক্ষম। তাই ভ্যাকসিন নিয়ে অযথা সন্দেহ করা ভুল। ভ্যাকসিনটি অবশ্যই করোনার হাত থেকে আপনার সুরক্ষা দেবে।
২. কোভিড পজিটিভ হওয়ার পরও ভ্যাকসিন নেওয়া দরকার
মানুষের মনে একটি ধারণা তৈরি হয়েছে যে, করোনা পজিটিভ হওয়ার পরও আর টিকা নেওয়ার দরকার নেই। এই গুজবের কারণে মানুষ টিকা নেবেন কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যাঁরা ইতিমধ্যে কোভিড -১৯ থেকে সেরে উঠেছেন তাঁদেরও ভ্যাকসিন নেওয়া উচিত। যাতে কোভিডের লক্ষণগুলি হ্রাস হবে সহজে।
৩. ভ্যাকসিন নিয়ে চনন্তা থাকলে চিকিৎসকের কাছে পরামর্শ নিন
সম্প্রতি একটি মিথ তৈরি হয়েছে, ভ্যাকসিন রক্তে জমাট বেঁধে দেয়। এর ফলে মানুষের মনে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। WHO এখনও পর্যন্ত এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কিত কোনও প্রমাণ দেয়নি। এর পরও যদি ভয় হয় তবে অবশ্যই আপনার চিকিৎসকরে সঙ্গে কথা বলুন।
৪. ভ্যাকসিন নেওয়ার পরে বন্ধ্যাত্ব বা যৌন কর্মহীনতা কমে যায় না
ভ্যাকসিন নেওয়ার পরে বন্ধ্যাত্বের মতো সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। এর ফলে ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। তবে, এটি একেবারে সত্য নয়।বন্ধ্যাত্ব বা যৌন কর্মহীনতা কোভিড -১৯ এর পার্শ্ব প্রতিক্রিয়া নয়, এটি প্রমাণ কোথাও পাওয়া যায়নি। গর্ভবতী মহিলাদের জন্য শুধুমাত্র টিকা দেওয়া নিষিদ্ধ। শরীরের দুর্বলতার কারণে টিকা নিলে তাঁদের পক্ষে ক্ষতিকর হতে পারে।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-04-13 13:51:33
Source link
Leave a Reply