পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ — বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সমস্যাঃ আমার বয়স ২২। ছোটবেলা থেকে আমার কানের সমস্যা। কিছুদিন আগে আমি কলকাতার একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাই। তিনি বলেছিলেন, আমার দুটি কানের পর্দাই ছিদ্র। বাম কানের পর্দার ছিদ্রটা এত বড় যে অতিসত্বর অপারেশন না করালে আর ভালো করা সম্ভব হবে না। চিকিৎসক আমাকে এক মাস পরে অপারেশন করতে বলেছিলেন কিন্তু আমি সময়ের অভাবে অপারেশন করাতে পারিনি। উল্লেখ্য, আমি কানে মোটামুটি ভালো শুনতে পাই এবং এখন আমার কান শুকনো আছে। আমি যদি বছরখানেক পরে অপারেশন করি এবং যদি অপারেশন না করাই তাহলে আমার কী কী অসুবিধা হতে পারে?
শিবম, খুলনা
পরামর্শঃ আপনি কানপাকা রোগের জন্য পর্দা লাগানোর অপারেশন টিমপানোপ্লাস্টি করিয়ে নিতে দেরি করলে বা একেবারে অপারেশন না করিয়ে নিলে দিনে দিনে আপনার কানে কম শোনার মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া মাঝেমধ্যে আপনার কানে তীব্র প্রদাহ সৃষ্টি হয়ে ব্যথা হতে পারে ও কান থেকে অনেক পুঁজ-পানি পড়তে পারে। কানে জ্বালাপোড়া ও চুলকানির ভাব হতে পারে। কানপাকা রোগ থেকে মারাত্মক জটিলতা যেমন মস্তিষ্কে ইনফেকশন (মেনিনজাইটিস ও এবসেস) হতে পারে ও মুখ বাঁকা (ফ্যাসিয়াল প্যারালাইসিস) হয়ে যেতে পারে। কানের এই অপারেশনে দেরি করলে কানে স্যাঁতসেতে আবহাওয়া (মিউকোসাল ইডিমা) সৃষ্টি হয়, যাতে ভবিষ্যতে কানের পর্দা জোড়া লাগার বা সফলতার হার কমে যায়। এসব বিবেচনায় আপনার কানের পর্দা লাগানোর অপারেশন আগেভাগে করে নেওয়াই ভালো।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১০, ২০০৮
আল আমিন
আমার ডান কানের ভিতর থেকে এক ধরনের ঠান্ডা তাপমাত্রা বের হয় এ রকম অনুভব করি এ সমস্যায় কিছুদিন যাবৎ ভুগতেছি কিন্তু এখন আমি কি করতে পারি
Bangla Health
ব্যথা-যন্ত্রণা বা চুলকানি হয়?