স্বাস্থ্য সংবাদ
বিজ্ঞানীরা পুরুষদের জটিল প্রোস্টেট ক্যান্সার নিরাময়ের জন্য নতুন আবিষ্কৃত একটি ওষুধের ব্যাপারে খুব আশাবাদী।
গত ৭০ বছরে প্রোস্টেট ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, অ্যাবিরেটেরন নামের এ ওষুধটি জটিল প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ রোগীর চিকিৎসায় সফল হবে।
যেসব হরমোন ক্যান্সারের জন্য দায়ী সেগুলোকে দমানোর কাজ করে নতুন এ ওষুধটি।
দি ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ আশা করছে, দু-তিন বছরের মধ্যেই এ ওষুধটি ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যাবে। এক সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনে প্রতিবছর ১০ হাজারের বেশি লোক ভয়াবহ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়।
আগে ধারণা করা হতো, অণ্ডকোষে টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে ক্যান্সারের জীবাণু বাহিত হয়।
সে কারণে বর্তমানে প্রচলিত বিভিন্ন চিকিৎসায় অণ্ডকোষে টেস্টোস্টেরন তৈরির পথ বন্ধ করা হয়।
তবে বিশেষজ্ঞরা এখন জানতে পেরেছেন, শরীরের বিভিন্ন অংশ থেকে, এমনকি ক্যান্সার টিউমারে উৎপন্ন হরমোন থেকেও যৌন হরমোনে ক্যান্সারের জীবাণু বাহিত হতে পারে। নতুন ওষুধটি শরীরের বিভিন্ন অংশে হরমোন উৎপাদন বন্ধ করে প্রোস্টেট ক্যান্সার রুখতে সহায়তা করে।
এ গবেষণাটি দ্য জার্নাল অব ক্লিনিক্যাল অনকোলজিতে প্রকাশিত হয়েছে। এতে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত মাত্র ২১ জন রোগীকে ওষুধটির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। অবশ্য সারা বিশ্বে ওষুধটির মাধ্যমে চিকিৎসা পেয়েছেন, এমন ২৫০ জন রোগীর তথ্য নেওয়া হয়েছে। বেশির ভাগ রোগীই ওষুধটির মাধ্যমে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০৬, ২০০৮
Leave a Reply