বইয়ের নামঃ ‘শিশুর কথা না বলা এপিলেপ্সি ও অটিজম’, লেখকঃ ডা· সেলিনা ডেইজী, পৃষ্ঠাসংখ্যাঃ ৯৩ প্রকাশকঃ অন্বেষা প্রকাশন, ৩৪ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা।
দামঃ ১০০ টাকা
বাংলা ভাষায় স্বাস্থ্যবিষয়ক বই, বিশেষ করে শিশু-নিউরোলজির ওপর বই খুবই কম। মূলত শিশুদের স্মায়ুর ও অন্যান্য রোগসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এ বইটি লেখা হয়েছে।
রোগ সম্পর্কে কিছুটা জানলে অনেক মারাত্নক রোগ সহজেই এড়ানো সম্ভব বা প্রাথমিক অবস্থায় নির্ণয় ও চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হওয়া যায়। বইটিতে খিঁচুনি বা মৃগীরোগ, খিঁচুনির সময় করণীয়, শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি, বিভিন্ন ধরনের খিঁচুনি, যেমন-শিশুর ঘন ঘন অন্যমনস্ক হওয়া, হাত বা সারা শরীর ঝাঁকি মেরে ওঠা, অটিজম বা শিশু কেন কথা বলছে না, সেরিব্রাল পালসি সারাতে ব্যায়াম, কেন বুদ্ধি কম বা পড়াশোনায় শিশু পিছিয়ে যাচ্ছে, শিশুর মাথাব্যথা বা বিষণ্নতা প্রভৃতি বিষয় নিয়ে রয়েছে প্রতিবেদন।
বইয়ের বেশির ভাগ প্রতিবেদনই এর আগে প্রথম আলোসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। বইটি শিশুর অভিভাবকদের বেশ কাজে আসবে নিঃসন্দেহে বলা যায়।
— স্বাস্থ্যকুশল প্রতিবেদক
সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ০৯, ২০০৮
Leave a Reply