বইয়ের নামঃ ছোটদের স্বাস্থ্য
লেখকঃ ডা· প্রণব কুমার চৌধুরী
পৃষ্ঠা সংখ্যাঃ ২১৬
দামঃ ২৮০ টাকা
প্রকাশকঃ আগামী প্রকাশনী, ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০।
শিশুদের স্বাস্থ্যও চিকিৎসা বিষয়ে প্রায় এক দশক ধরে প্রথম আলোর ‘স্বাস্থ্যকুশল’ ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে ছোটদের স্বাস্থ্য বইটি প্রকাশিত হয়েছে সম্প্রতি। বইটিতেগর্ভবতী মায়েরটিকা ও নবজাতকের টিকা, শিশুর মারাত্মক অপুষ্টিজনিত রোগ ও অন্যান্য অসুখ-বিসুখ, রোগ প্রতিরোধমূলক চিকিৎসা-পরামর্শবিষয়ে আলোকপাত করা হয়েছে।শিশুর অসুখ-বিসুখে বইটি বিশেষ করে অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের শিশুর সঠিক যত্ন নিতে সহায়ক হবে। এ বইটি থেকে বিক্রয়লব্ধ অর্থ প্রথম আলো ত্রাণ তহবিল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ব্যয়করা হবে বলে বইতে উল্লেখ রয়েছে।
বইয়ের নামঃ মাদক ও মাদকাসক্তি
লেখকঃ অধ্যাপক ডা· অরূপ রতন চৌধুরী
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৩
দামঃ ২০০ টাকা
প্রকাশকঃ রূপ প্রকাশন, ৩৪ বাংলাবাজার,
ঢাকা-১১০০।
বাজারে এসেছে মাদক ও মাদকাসক্তি বইটি।মাদকদ্রব্য ও মাদকাসক্তি সম্পর্কে যুবসমাজকে সচেতন করার উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে। ৩৫টি অধ্যায়ে বিনস্ত বইটিতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের পরিচয়, শ্রেণী বিভাগ, মাদকদ্রব্য গ্রহণে শারীরিক ও মানসিক ক্ষতি, বাংলাদেশের প্রেক্ষাপটে মাদক সক্তির সমস্যা, তামাক ও মুখের স্বাস্থ্য, মাদকাসক্তি নিরাময়ে পরিবারের ভূমিকা, পরোক্ষ ধূমপান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তামাকের বর্তমান পরিস্থিতি, মাদক সক্তির ভয়াবহতার প্রতিকার ও এটি প্রতিরোধ করা, মাদক সক্তি পরীক্ষা ও চিকিৎসা, বাংলাদেশে তামাকসংক্রান্ত তথ্যও আইন, মাদকাসক্তি প্রতিরোধ প্রভৃতি বিষয়ে সময়োপযোগী আলোচনা করা হয়েছে।বাংলাদেশের প্রেক্ষাপটে এ রকম একটি বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
বইয়ের নামঃ এবিসি’স অব দ্য কমিউনিটি মেডিসিন
লেখকঃ ডা· এস এম মোসলেহউদ্দিন আহমেদ
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৫০
দামঃ ৬০০ টাকা
প্রকাশকঃ দানিয়া পাবলিকেশন্স, ৬৬/কে ইন্দিরা রোড (পশ্চিম রাজাবাজার), ঢাকা-১২১৫।
সম্প্রতি বাজারে এসেছে এবিসি’স অব দ্য কমিউনিটি মেডিসিন বইটি। মূলত কমিউনিটি মেডিসিনের শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে এটি। ইংরেজিতে লেখা বইটিতে ৩৭টি অধ্যায় রয়েছে। বইতে থাকা নৈর্ব্যক্তিক অভীক্ষার (এমসিকিউ) মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যাচাই করে নিতে পারবেন। বইয়ে আরও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেশাগত পরীক্ষার কমিউনিটি মেডিসিনের প্রশ্নপত্র ও সঙ্গে উত্তর।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৬, ২০০৮
Leave a Reply