মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিল সংগ্রহে দেশীদশ
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের দেশীদশ প্রাঙ্গণে হয়ে গেল মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিল সংগ্রহ অনুষ্ঠান। প্রতিদিন অনেক ক্রেতা আসেন এ প্রাঙ্গণে। তারা প্রত্যেকে যদি ৫০ টাকা করেও সাহায্য করেন তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাবে। এ ভাবনা থেকেই এ আয়োজন। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘ফেব্রুয়ারি মাসেই ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের কাজ শুরু করা হবে। দেশের মানুষই যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন তাহলেই দ্রুত এর কাজ শেষ করতে পারব।’ এরপর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে দেশাত্মবোধক গান। দেশীদশের এ কার্যক্রমকে প্রেরণা দিতে মঞ্চে আসেন অভিনয়শিল্পী আফজাল হোসেন, বিপাশা হায়াত ও সাজু খাদেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীদশের পক্ষে শাহীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দেশীদশের পক্ষে লিপি খন্দকার, তাহসীনা শাহীন, সবুজ সিদ্দিকী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আজহারুল হক। ঢাকা ও চট্টগ্রামের দেশীদশ প্রাঙ্গণে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যূনতম ৫০ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ আর্থিক সহায়তা করা যাবে। এ ছাড়া প্রতীকী ইট ক্রয় ১০ হাজার টাকা, আজীবন সদস্য এক লাখ টাকা, উদ্যোক্তা সদস্য তিন লাখ টাকা, স্থাপনা সদস্য ১৫ লাখ টাকা ও পৃষ্ঠপোষক সদস্য হতে চাইলে ৫০ লাখ টাকা এ তহবিলে দান করতে হবে।
নতুন স্বাদের পিৎজা
ঢাকার গুলশান ২ নম্বরে হোটেল দি ওয়েস্টিন এনেছে নতুন স্বাদের পিৎজা। সি স্ক্যালপ নামের এই পিৎজা পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসজুড়ে।
ফোন: ৯৮৯১৯৮৮।
বনানীতে পোশাকের দোকান
পাশ্চাত্য ও দেশীয় পোশাকের মিশেলে ফ্যাশন হাউস অরভিস। ৯ ফেব্রুয়ারি ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এর নতুন শাখা চালু হলো। উদ্বোধন করেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তিনি বলেন, ‘আমাদের দেশের তৈরি পোশাকশিল্প পাশ্চাত্যের পোশাকের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে আছে। এটি খুবই আশার কথা।’ অরভিসের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন চৌধুরী বলেন, ‘ফ্যাশনেবল ও ক্যাজুয়াল সব ধরনের পোশাক পাওয়া যাবে এখানে। টি-শার্ট, ফরমাল শার্ট, টিউনিক, টপস, প্যান্ট, ট্রাউজার, জিনস পাবেন।’
ভ্রমণে বিশেষ সুবিধা
বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটকদের জন্য নতুন ডিসকাউন্ট কার্ড চালু করেছে। এই কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সব হোটেল-মোটেলে পাবেন বিশেষ সুবিধা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই কার্ড পাসেরা নামে পরিচিত। এটি এখন পাওয়া যাচ্ছে খাবারের দোকান বিএফসির সব শাখায়। এ ছাড়া এটি পেতে চাইলে যোগাযোগ করুন ০১৭১৭৫৫৮২৬৮ নম্বরে।
সৌন্দর্যচর্চায় ছাড়
ঢাকার বারিধারা, পার্ক রোডে হারবাল সলিউশনস দিচ্ছে সৌন্দর্যচর্চায় বিশেষ ছাড়। ফেব্রুয়ারি মাসজুড়ে এই ছাড় পাওয়া যাবে। এখানে নানা রকম ফেসিয়াল, পাকা চুলের যত্ন, রোদে পোড়া ত্বকের যত্ন, নখের যত্ন ইত্যাদি করাতে পারবেন। এ ছাড়া এখানকার রূপবিশেষজ্ঞ সুলতানা পারভীন হকের কাছ থেকে বিশেষ পরামর্শও নিতে পারবেন।
ফোন: ০১৭৩৬০৪০৪৬২।
কেনাকাটায় ছাড়
ঢাকার গুলশান ২ নম্বরে পিংক সিটিতে অ্যাঞ্জেলিনা কালেকশন দিচ্ছে ছাড়। এখানে ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি পাওয়া যাবে।
গুলশানে মিষ্টির দোকান
ঢাকার গুলশান ২ নম্বর গোলচত্বরে তাহের টাওয়ারে চালু হলো খাজানা মিঠাইয়ের নুতন শাখা। এখানে মতিচুরের লাড্ডু, ছানার পায়েস, রাজভোগ, গুলাব জামুন, শনপাপড়ি, রসমালাই, দই ইত্যাদি পাওয়া যাবে।
ফকরুদ্দিনের নতুন শাখা
ফকরুদ্দিন এবার তাদের ঐতিহ্যবাহী খাবারের আরও একটি রেস্টুরেন্ট খুলেছে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকতেই রাস্তার পাশে হাতের ডান দিকে (রোড নম্বর ক/৪) অবস্থিত এই রেস্টুরেন্ট। এর উদ্বোধন হলো ১১ ফেব্রুয়ারি। এটি পরিচালনা করছেন ফকরুদ্দিন বাবুর্চির ছেলে রফিক বাবুর্চি। তিনি বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে ধরনের খাবার তৈরি করি, এখানেও সেই মানের খাবার থাকবে।’
রফিক জানান, তাঁদের এই নতুন দোকানে পাওয়া যাবে কাচ্চি বিরিয়ানি, গরুর তেহারি, মুরগির বিরিয়ানি, মুরগির রোস্ট, বোরহানি, ফিরনি, জালি কাবাব ও চাটনি। দুপুরে ও রাতে খাবার পাওয়া যাবে এখানে।
রফিক আরও জানান, এখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা বড় ও ঘরোয়া অনুষ্ঠানের খাবারের অর্ডার দিতে পারবেন।
ফোন: ০১৭৫৬৫৫১১১১।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১৫, ২০১০
Leave a Reply