ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। —বি.স.
সমস্যা:
বছর দুয়েক আগে, আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। তারপর থেকে আমার ঘুমের সমস্যা হতো। চিকিৎসকের পরামর্শমতো আমি Amilin 25mg সেবন করি দীর্ঘদিন। বর্তমানে ঘুম নিয়মিত হওয়ায় আমি ঘুমের ওষুধ বন্ধ করে দিই। কিন্তু Renxit 0.5mg সেবন করছি। উল্লেখ্য, আমি কনভারসন ডিজিসে ভুগছি। সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু এখন আমার প্রায় সারা দিনই ঘুম পায়। ঘুম না হলে প্রচণ্ড মাথাব্যথা হয়। মাঝেমধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। আবার Renxit না খেলেও সমস্যা হয়। এমতাবস্থায় আমি কী করব জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, ফেনী।
পরামর্শ: আমি যেহেতু মনোচিকিৎসক নই, তাই তুমি যে ওষুধটি সেবন করছ সে ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না। তোমার ছোট্ট চিঠিটি থেকে আমি সম্পূর্ণ চিত্রটি বুঝতেও সক্ষম হচ্ছি না। তুমি যে কনভার্সন ডিসঅর্ডারে ভুগছ, এই ডায়াগনোসিসটি কীভাবে হয়েছে তাও জানতে পারলে ভালো হতো। মাঝেমধ্যে যে অজ্ঞান হয়ে যাচ্ছ, সেটার জন্য শুধু মনস্তাত্ত্বিক কারণই দায়ী, নাকি নিউরোলজিক্যাল কোনো কারণও থাকতে পারে, সেটি বোঝা খুব জরুরি। তুমি কোনো নিউরোলজিস্টের সাহায্য না নিয়ে থাকলে এখন সেটি নাও এবং তিনি যে পরীক্ষাগুলো দেবেন সেগুলোও করাবে। যদি কোনো নিউরোলজিক্যাল কারণ না থাকে, তাহলে বুঝতে হবে মনস্তাত্ত্বিক কারণেই তুমি কনভার্সন ডিসঅর্ডারে ভুগছ। এটি ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এবং বয়ঃসন্ধিতে বা তার কিছু পরে হয়ে থাকে। জীবনের কোনো মানসিক চাপমূলক পরিস্থিতিতে এটি হঠাৎ করেই দেখা দিতে পারে। বলা হয়, মানুষের অবদমিত সহজাত প্রবৃত্তিগুলোর পেছনে যে মানসিক প্রাণশক্তি থাকে, তা শারীরিক উপসর্গের মাধ্যমে প্রকাশিত হয়। এটির চিকিৎসার জন্য তোমাকে মনোচিকিৎসা এবং সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে। সোমবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগে গিয়ে তুমি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে প্রথমে কাউন্সেলিং সেবা গ্রহণ করবে। তিনি বলে দেবেন এরপর পরিপূর্ণ চিকিৎসার জন্য তোমাকে কী করতে হবে। শুভকামনা রইল।
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১১, ২০১০
Leave a Reply