দাঁতের সমস্যা
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· মো· আশরাফ হোসেন
চেয়ারম্যান
দন্ত্য বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সমস্যাঃ আমার বয়স ১৯ বছর। অবিবাহিত। ওজন ৫৮ কেজি। আমার নিচের চোয়ালের এক পাশের দুটি মোলার এবং অন্য পাশের একটি মোলার ফিলিং করা হয়েছে। ফিলিং করার আগে এগুলোতে রুট ক্যানেল করা হয়েছে। আমার ওপরের চোয়ালের একটি মোলার বা পেষণ দাঁত এবং আরেকটি প্রি-মোলার দাঁতেও সম্ভবত এ রকম সমস্যা হতে যাচ্ছে।
আমার যে দাঁতগুলো ফিলিং করা হয়েছে, সেগুলোতে প্রথমে কালো দাগের মতো দেখা যেত এবং পরে ক্ষয় শুরু হতো। ক্ষয় শুরু হওয়ার প্রথম দিকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছিলাম। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, কিছুদিন পর দেখা করার জন্য অর্থাৎ দাঁত ভালো করে ক্ষয় হয়ে যাওয়ার পর ফিলিং করিয়ে নেওয়ার জন্য। উল্লেখ্য, আমি প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করি। রাতে শোয়ার আগে ও সকালে নাশতার পর। আমি বাজারে প্রচলিত টুথপেস্ট ব্যবহার করি।
সাখাওয়াত হোসেন সোহেল, আরামবাগ, ঢাকা।
পরামর্শঃ আপনি আবার একজন অভিজ্ঞ দন্ত্যরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। আপনার দাঁতে ওপিজি এক্স-রে করার প্রয়োজন হতে পারে। আপনার দাঁতে করা রুট ক্যানেল ও ফিলিংগুলো সঠিকভাবে করা হয়েছে কি না, সেটা নিশ্চিত হোন। এরপর চিকিৎসার পরবর্তী ধাপে যেতে হবে। প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত্য বিভাগে যোগাযোগ করতে পারেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুন ২৫, ২০০৮
Leave a Reply