বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, একটু পর আবার কড়া রোদ্দুর। ভেতরের স্বচ্ছ কাচ দিয়েই দেখা যাচ্ছে তা! এমন মিঠে-কড়া একটি দিনে ঢাকার গুলশানের কেএফসি আউটলেটটিও সেজেছে বাহারি সাজে। একে একে হাজির হলেন সংগীতশিল্পী শাকিলা জাফর, তপু, তিশমা এবং মডেল মুনমুন ও নিলা মারমা। আগত অতিথিদের সঙ্গে নিয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী ঘোষণা দিলেন কেএফসি ও পিৎজা হাটে আসা নতুন দুটি খাবারের কথা।
কেএফসিতে আসা নতুন খাবারের নাম হলো ‘টোস্টেড টুইস্টার’। এই মজাদার খাবারটির ভেতরে থাকছে মুরগির বুকের মাংসের পুরো দুটি স্ট্রিপ, মচমচে লেটুস পাতা, টমেটোর সঙ্গে গোলমরিচের গুঁড়া ও মজাদার ফ্লেভার, যা মোড়ানো থাকবে উষ্ণ ময়দার টরটিলা দিয়ে। ভ্যাটসহ এর দাম পড়বে ২৭০ টাকা। এ ছাড়া রমজান মাস উপলক্ষে কেএফসি নিয়ে এসেছে তিনটি হট উইংস, মিক্সড রাইস, সালসা ম্যাশড পটেটো ও একটি ছোট পেপসিসহ নতুন একটি খাবারের প্যাকেজ, যার দাম পড়বে ভ্যাটসহ ১৯৫ টাকা।
একই সঙ্গে থাকছে পনির ও ট্যাঙ্গি সালাদসহ মজাদার আরেকটি খাবার। এর নাম হলো ‘চিজি টরটিলাস’, যা সালসা দিয়ে পরিবেশন করা হবে। এর দাম পড়বে ভ্যাটসহ ২৫৫ টাকা। নতুন এই মেন্যুর পাশাপাশি বরাবরের মতো এবারও পিৎজা হাট নিয়ে এসেছে স্পেশাল ইফতারি। ভ্যাটসহ ৫৫০ টাকায় মজাদার পিৎজা ও মাত্র ১০০ টাকায় যত খুশি তত পেপসি খাওয়া যাবে এতে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘আশা করি, আমাদের গ্রাহকেরা নতুন দুই পদের এই খাবারকে স্বাগত জানাবেন এবং এর অসাধারণ স্বাদ উপভোগ করবেন। আমরা প্রায় সাত বছর ধরে পিৎজা হাট ও চার বছর ধরে কেএফসি পরিচালনা করে আসছি এবং এরই মধ্যে গ্রাহকদের নিত্যনতুন চমক উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, সামনের দিনগুলোতে আরও চমক আসছে।’
নতুন খাবার সম্পর্কে সংগীতশিল্পী শাকিলা জাফর উচ্ছ্বাস প্রকাশ করেন ও তাঁর প্রিয় খাবারের তালিকায় কেএফসি ও পিৎজা হাটের খাবার রয়েছে বলে জানান। তপু বলেন, ‘শুরু থেকেই কেএফসি আর পিৎজা হাটের খাবার আমার খুবই পছন্দ। এসব খাবারের লোভ সামলানো দায়, তাই প্রায়ই এখনে খেতে চলে আসি।’
জিভে জল আনা এসব খাবার খেতে আজই চলে যান কেএফসি ও পিৎজা হাটে।
মোছাব্বের হোসেন
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১০
Leave a Reply