এ সময়টা বৃষ্টির। যখন-তখন ঝুমঝুম শব্দে মন মাতিয়ে যায়। বৃষ্টি তো ভালোই লাগে। কিন্তু খোলা চুলে দেখা দেয় বিপত্তি। এ সময়টা তাই চুল বেঁধে রাখাই উচিত। উঁচু করে, নিচু করে—যেভাবেই হোক না কেন। তবে বর্ষার সময় বাঙালি নারীর সাজে খোঁপাটাই যেন মানানসই। চিরাচরিতভাবে করে আসা খোঁপার পাশাপাশি করতে পারেন আরও অনেক খোঁপা। রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান দিলেন বর্ষার চার ধরনের খোঁপার হদিস।
বিড়া খোঁপা
সামনে-পেছনের চুলগুলোকে ব্যাক কম্ব করুন।
মসৃণভাবে উল্টে আঁচড়ে নিন।
পনিটেল করুন।
পনিটেলকে চার ভাগ করুন।
এবার ওপরে, নিচে, ডানে, বাঁয়ে চারটি বান করতে হবে।
বানগুলো যেন পরস্পরের সঙ্গে ভালোভাবে মিশে যায়।
হয়ে গেল বিড়া খোঁপা।
শাড়ির সঙ্গে মানানসই হবে এ খোঁপাটি।
ফ্রেঞ্চ টুইস্ট
সামনের অল্প কিছুটা জায়গা ব্যাক কম্ব করে নিন।
চুলগুলো মসৃণভাবে আঁচড়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকান।
একটু দূরত্বে আবারও ক্লিপ আটকান।
এবার চুলগুলোকে ফ্রেঞ্চ টুইস্টের মতো করে ঘুরিয়ে ক্লিপ দিয়ে ভালোমতো আটকে নিন।
সালোয়ার-কামিজ ও ফতুয়ার সঙ্গে ভালো লাগবে এ খোঁপাটি।
হালকা খোঁপা
সামনের কিছুটা চুল আলাদা করে নিন।
এবার বাকি চুল ব্যাক কম্ব করে বিড়া খোঁপা করুন।
সামনের চুলগুলোকে আলগা করে বিড়া খোঁপার সঙ্গে আটকে দিন।
ছোট হলে হালকাভাবে ক্লিপ দিয়ে সামনে আটকে রাখুন।
শাড়ি ও সালোয়ার-কামিজের সঙ্গে এটি মানানসই।
ফ্রেঞ্চ রোল
সাইড সিঁথি করে নিন।
কিছুটা চুল রেখে ব্যাক কম্ব করে নিন।
এবার মসৃণ করে চুল আঁচড়ে নিতে হবে।
পেছনে পুরো চুল ফ্রেঞ্চ রোল করে ক্লিপ দিয়ে ভালোমতো আটকে দিতে হবে।
খেয়াল করুন, কোথায় কোথায় ক্লিপ দিলে ভালো হয়।
ফ্রেঞ্চ রোলটি এমনভাবে করতে হবে, যাতে কিছুটা চুল বাইরে থাকে।
বের হয়ে থাকা চুলগুলোকে ছোট ছোট আকারে ঘুরিয়ে ফ্রেঞ্চ রোলের আশপাশে আটকে দিন।
এ খোঁপার সঙ্গে সালোয়ার-কামিজ, ফতুয়া ও শাড়ি সবকিছুই মানানসই হবে।
রয়া মুনতাসীর
সহযোগিতায় মেহেদি হাসান স্টুডিও
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০১০
Leave a Reply